ভাইফোঁটায় ঝোড়ো ফ্যাশন স্টেটমেন্টে মাতালেন রাজ! দেখুন ছবি
উৎসবের মরশুমে আজ রীতিমতো মাতোয়ারা বাংলা। সাধারণ থেকে সেলেব ,সকলেই এদিন মেতে রয়েছেন ভাইফোঁটার আনন্দে। ভাইফোঁটার আনন্দে পিছিয়ে নেই টলিউড সেলেবরাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী সকলেই এদিন মেতে ছিলেন উৎসবের আনন্দে। তবে ভাইফোঁটা ফ্যাশনে তাক লাগিয়েছেন রাজ!

এদিন দুই বোনকে সঙ্গে নিয়ে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠেন পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজের ভাইফোঁটা ফ্যাশন ছিল আজ তাক লাগাবার মতো। হালকা নীল রাগ্গড জিনসের সঙ্গে সাদা পাাঞ্জাবীতে ঐতিহ্য আধুনিকতার মিশেলে রাজ নজর কেড়েছেন নিজের মতো করে। বাড়ির অন্দর মহলে ভাইফোঁটার আসরের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রাজ লেখেন, তাংর বোনরা তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।
View this post on InstagramThe two strongest pillar in my life. #sisterslove #bhaiphonta #family @bananipandey #Tapashi
A post shared by Raj Chakraborty (@rajchoco) on
View this post on InstagramThe two strongest pillar in my life. #sisterslove #bhaiphonta #family @bananipandey #Tapashi
A post shared by Raj Chakraborty (@rajchoco) on
এদিন সকাল থেকে ভাইফোঁটা ঘিরে বিভিন্ন সেলেবের বাড়িতে আয়োজিক হয়েছে একাধিক অনুষ্ঠান। বাংলার রাজনীতিবিদ থেকে অভিনেতা, শিল্পীরা এদিন মেতে ছিলেন ভাইবোনের সম্পর্ককে উদযাপন করে অনুষ্ঠানের আয়োজনে। রাজ ছাড়াও, টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চৌতি ঘোষাল , অপরাজিতা আঢ্যর বাসভবনে আয়োজিত হয়েছে ভাইফোঁটার আসর।
সেতুবন্ধনের কাজ করেন বৈশাখী! বিজেপি নেতা শোভনকে কালীপুজোয় আমন্ত্রণ জানান মমতা