PUBG-র বিকল্প FAU-G গেম নিয়ে এসে আত্মনির্ভরতার ডাক খিলাড়ি অক্ষয়ের
চিন–ভারত সংঘাতের কারণে ভারতে দ্বিতীয় দফায় বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করা হল। যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় পাবজি গেম অন্যতম। তবে ভারতবাসীর নিরাশ হওয়ার কোনও কারণ নেই কারণ পাবজির বিকল্প খুব শীঘ্রই নিয়ে আসবে অভিনেতা অক্ষয় কুমার। শুক্রবার অভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্ম নির্ভর ভারতের পদক্ষেপের সমর্থনে মাল্টিপ্লেয়ার গেম ফৌ–জির ঘোষণা করেন। এই খেলাটি অক্ষয় কুমার নিয়ে আসবেন এবং এখানে খেলোয়াড়দের দেশের সেনাদের আত্মত্যাগের কথা বলা হবে। এমনকি এই খেলা থেকে উপার্জন হওয়া অর্থের ২০ শতাংশ ভারত কি বীর ট্রাস্টে দেওয়া হবে।

ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, 'প্রধানমন্ত্রীর আত্ম নির্ভর পদক্ষেপকে সমর্থন করে, অ্যাকশন গেম ফৌ–জি কে আপনাদের সামনে তুলে ধরতে পেরে বেশ খুশি হয়েছি। মনোরঞ্জন ছাড়া প্লেয়ার্সদের মাধ্যমে সেনাদের বলিদানের বিষয়েও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই গেম থেকে হওয়া উপার্জনের ২০ শতাংশ ভারত কে বীর ট্রাস্টকে দান করা হবে।’
এই গেম নিয়ে আরও তথ্য আসা বাকি রয়েছে। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে পাবজি মোবাইল সহ ১১৭টি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনপ্রিয় এই খেলাটি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই মন ভেঙে গিয়েছে। যদিও পাবজির মোবাইল ও ডেস্কটপ ভার্সন এখনও রয়েছে ভারতে। সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের এই ঘোষণার পরই নেটিজেনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যেকেই জানতে চান যে এই খেলাটি কবে আসতে চলেছে।
অক্ষয় কুমারে আগামী ছবি লক্ষ্মী বোম ডিজনি হটস্টারে মুক্তি পাবে। অভিনেতা গতমাসে তাঁর আসন্ন ছবি বেল বটমের শুটিংয়ের জন্য ব্রিটেন পাড়ি দিয়েছেন।

হাই–প্রোফাইল পার্টিতে মাদকের নেশা চলে, কঙ্গনাও কোকেন খেতেন, দাবি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের