For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এই রায় দৃষ্টান্তমূলক', 'ভবিষ্যতের ভূত' নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ ঘিরে উচ্ছ্বসিত প্রযোজক ইন্দিরা

'ভবিষ্যতের ভূত' ছবির প্রদর্শন মাঝে কয়েকদিন বন্ধ থাকার জন্য রাজ্যকে দিতে হবে ২০ লাখ টাকা জরিমানা। এদিন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

'ভবিষ্যতের ভূত' ছবির প্রদর্শন মাঝে কয়েকদিন বন্ধ থাকার জন্য রাজ্যকে দিতে হবে ২০ লাখ টাকা জরিমানা। এদিন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশ ঘিরে রীতিমত খুশি ছবির অন্যতম প্রযোজক ও আইনজীবী ইন্দিরা উন্নিয়ন।

এই রায় দৃষ্টান্তমূলক, ভূবিষ্যতের ভূত নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ ঘিরে উচ্ছ্বসিত প্রযোজক ইন্দিরা

ইন্দিরা উন্নিয়ন জানিয়েছেন, 'আমরা সাহস দেখিয়েছিলাম আশাকে সঙ্গে নিয়ে।..' তিনি জানান, দেশের শীর্ষ আদালতের কাছে তাঁরা কৃতজ্ঞ। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে। যে অধিকার সুরক্ষা ও সম্মানের, সেই অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে। যদি রাজ্যগুলি সেই অধিকারের ওপর থাবা বসায় তাহলে তা খুবই হতাশাজনক। এর পাশাপাশি ইন্দিরা উন্নিয়নের দাবি, এই রায় দৃষ্টান্তমূলক। এই রায় থেকেই স্পষ্ট যে রাষ্ট্র কখনওই অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারেনা।

[আরও পড়ুন: মমতার সরকারকে 'সুপ্রিম' বাউন্সার! 'ভবিষ্যতের ভূত' নিয়ে জরিমানার নির্দেশ শীর্ষ আদালতের ][আরও পড়ুন: মমতার সরকারকে 'সুপ্রিম' বাউন্সার! 'ভবিষ্যতের ভূত' নিয়ে জরিমানার নির্দেশ শীর্ষ আদালতের ]

'ভবিষ্যতের ভূত' ছবির সহ প্রযোজক ও আইনজীবী ইন্দিরা উন্নিয়নের দাবি, রাজ্যের তরফে যা 'অ্যাকশন' বা 'ইনঅ্যাকশন' নেওয়া হয়েছে তার প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায়ের ফলে সমস্ত রাজ্যগুলি এই ধরনের সিদ্ধান্ত এবার নেওয়ার আগে কয়েকবার ভাববে। এমনই দাবি করেছেন ইন্দিরা উন্নিয়ন।

[আরও পড়ুন:মোদীর সমর্থনে ৯০০ জন বলিউড স্টারের ভোটের আর্জি! সেলেব-তালিকায় রয়েছে কোন চমক][আরও পড়ুন:মোদীর সমর্থনে ৯০০ জন বলিউড স্টারের ভোটের আর্জি! সেলেব-তালিকায় রয়েছে কোন চমক]

English summary
Producer Of Bhabishyater Bhoot reacts to SC order.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X