• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'সিএএ পন্থী মানে মুসলিম বিরোধী, এটা বুঝে গিয়েছি!' টুইট তোপ অনুরাগ কাশ্যপের

সিএএ নিয়ে এর আগেও বেশ কয়েকবার বহু তোপ দেগেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটূ ভাষায় আক্রমণ করতেও ছাড়েননি তিনি। এমন পরিস্থিতিতে ফের একবার সিএএ নিয়ে মুখ খুলে বিস্ফোরক টুইট প্রকাশ্যে আনলেন অনুরাগ কাশ্যপ।

সিএএ পন্থী মানে মুসলিম বিরোধী, এটা বুঝে গিয়েছি! টুইট তোপ অনুরাগ কাশ্যপের

' এটা তো বুঝেই গিয়েছি যে সিএএ পন্থী হওয়ার মানে , মুসলিম বিরোধী হয়ে যাওয়া।' এমনই এক টুইট এদিন করেছেন অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, দিল্লিতে সিএএ নিয়ে প্রবল বিক্ষোভ ও হিংসার ঘটনা প্রসঙ্গে এমন এক টুইট প্রকাশ্যে এনেছেন । দিল্লিতে হিংসার ঘচনায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে। মৃতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও।

এর আগা জাফরাবাদে মেট্রো স্টেশনের সামনে বহু সংখ্যক মানুষ পথ অবরোধ করেন। তাঁদের দাবি অবলম্বে সরকারকে নাগরিকত্ব সংশোধনী আইন তুলে নিতে হবে। আর এমন বিক্ষোভের সময়ই সেখানে দুই পক্ষের মধ্যে বিবাদ সংঘর্ষের রূপ নেয়। শুরু হয় তোলপাড়। মুহূর্তে পুলিশ সেখানে পৌঁছে যায়। এরপর থেকই আসে একের পর এক মৃত্যু সংবাদ।

English summary
Pro CAA is equal to Anti musilm, says Anurag Kashyap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X