'ফণী'-র দাপট প্রিয়ঙ্কার হেয়ারস্টাইলে! 'মেট গালা ২০১৯'-এ পিগি চপসের ফ্যাশন নিয়ে মিম তুঙ্গে
'মেট গালা' বরাবরই প্রিয়ঙ্কা চোরড়াকে খবরের শিরোনামে এনেছে। এই ইভেন্টেই কয়েক বছর আগে তাঁকে ট্রেঞ্চে দেখা যায়। যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কম হয়নি। এই ইভেন্টেই প্রথমবার নিক জোনাসের সঙ্গে পরিচিতি ঘটে তাঁর। আর ২০১৯ সালের মেট গালা অনুষ্ঠানে ফের একবার নিজের ফ্যাশন স্টেটমেন্ট ঘিরে খবরে প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়ঙ্কা চোপড়া। এদিন , দেশের অন্যতম নামী অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-এর বন্যা বয়ে যায়।
|
বীরাপ্পানের গোঁফ!
এদিন প্রিয়ঙ্কার হেয়ারস্টাইল নিয়ে একের পর এক মিম ও ট্রোল শুরু হয়ে যায়। এককালে দাক্ষিণাত্যের ত্রাস বীরপ্পানের গোঁফের সঙ্গেও চলেছে প্রিয়ঙ্কার হেয়ারস্টাইলের তুলনা।
|
বিয়ের প্রসঙ্গ তুলে মিম
এদিন, দেখা যায় প্রিয়ঙ্কার বিয়েকেও ছাড়েননি নেটিজেনরা। বিয়ের আগের প্রিয়ঙ্কার পোশাকের সঙ্গে বিয়ের পরের প্রিয়ঙ্কার ফ্যাশন সেন্স-এর তুলনাও এদিন উঠে আসে।
ফণী-র সঙ্গে তুলনা
একটি পোস্ট-এ দেখা যায়, প্রিয়ঙ্কার হেয়ারস্টাইলের সঙ্গে সুপার সাইক্লোন ফণী ঝড়ের প্রভাবের তুলনাও টানা হয়েছে।
|
চালবাজের সেই দৃশ্য
প্রিয়ঙ্কার লুক-এর সঙ্গে এদিন তুলনা করা হয়েছে শ্রীদেবী অভিনীত 'চালবাজ' ফিল্মের এই বিশেষ দৃশ্যটির।
মদন মিত্রকে টেনে নিয়ে ট্রোল
এদিন, প্রিয়ঙ্কার এই লুকের সঙ্গে মদন মিত্রের প্রসঙ্গ টেনেও মিম পোস্ট উঠে আসে । রাতারাতি তাও ভাইরাল হয়ে যায়।