For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রিয়া প্রকাশ, ভাইরাল ভিডিও বিতর্কে নয়া মোড়

মালায়লম ছবি 'অরু আদার লাভ' -এর একটি গানের ভিডিওর অংশ হঠাৎই ভাইরাল হয়ে যেতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। মূলত ছবির অভিনেত্রী প্রিয়া প্রকাশের চোখের চাউনি এই ভিডিও-র মূল আকর্ষণ হয়ে ওঠে।

  • |
Google Oneindia Bengali News

মালায়লম ছবি 'অরু আদার লাভ' -এর একটি গানের ভিডিওর অংশ হঠাৎই ভাইরাল হয়ে যেতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। মূলত ছবির অভিনেত্রী প্রিয়া প্রকাশের চোখের চাউনি এই ভিডিও-র মূল আকর্ষণ হয়ে ওঠে। এই চোখের চাউনি যতটা জনপ্রিয়তা পেয়েছে, ততটাই প্রিয়াকে বিতর্কের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রিয়া প্রকাশ, ভাইরাল ভিডিও বিতর্কে নয়া মোড়

প্রিয়া ও ফিল্মের বিরুদ্ধে হায়দরাবাদ ও মহারাষ্ট্রে বহু অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে 'অরু আদার লাভ'এর পরিচালক এমর লুলুকে নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন প্রিয়া। অভিযোগ ছিল ইসলাম ধর্মাবলম্বীদের সংবেদনশীলতাকে আঘাত করেছে এই গানের ভিডিও। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন প্রিয়া।

প্রিয়া ও ফিল্মের পরিচালক এমার লুলুর দাবি, গানের ভুল অনুবাদকে কেন্দ্র করে অভিযোগগুলি দায়ের হয়েছে। অভিযোগকারী বেশিরভাগ ব্যক্তিই মালায়লম না বলা রাজ্য়ের বাসিন্দা। উল্লেখ্য, বিতর্কিত গান, 'মাণিক্য মালারয়া পুভি' গানটি কেরলের একটি ঐতিহ্যপূর্ণ মুসলিম গান। যে গানে প্রফেট ও তাঁর স্ত্রীর প্রেম তুলে ধরা হয়। তাতে নতুন করে ইসলাম ধর্মাবলম্বীরা কী করে ক্ষুব্ধ হতে পারেন? যেগান গত ৪০ বছর ধরে তলে আসছে, তাতে নতুন বিতর্ক কেন, জানতে চাওয়া হয়েছ প্রিয়া ও ফিল্মের পরিচালকের তরফে। মূলত ফিল্ম ইউনিটের দাবি, কোনও রকমের বিতর্কিত বিষয় নেই ওই গানে।

English summary
Priya Prakash Varrier and director Omar Lulu filES plea in Supreme Court over viral wink song row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X