For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী মোদী, শ্রীদেবীর প্রয়াণে কে কীভাবে শোকজ্ঞাপন করলেন

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রীদেবীর প্রয়াণের খবর শুনেই একেরপর এক তাবড় রাজনীতিবিদ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

শ্রীদেবীর আচমকা প্রয়াণে বলিউড ছাড়িয়ে শোকের ছায়া সারা দেশে। তাঁর অভিনয় ও রূপের জাদুতে আশির দশকে সারা ভারত মেতেছিল। রুপোলি পর্দা ছাড়িয়ে রাজনৈতিক জগতও তাঁর জাদুতে মোহিত ছিল। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রীদেবীর প্রয়াণের খবর শুনেই একেরপর এক তাবড় রাজনীতিবিদ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মধ্যে সবার উপরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর কে কী বলেছেন শ্রীদেবীর প্রয়াণে, আসুন দেখে নেওয়া যাক।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

শ্রীদেবীর প্রয়াণের খবর শুনে শোকাহত। লাখো ভক্তের মন ভেঙে তিনি চলে গেলেন। সিনেমার তাঁর পারফরম্যান্স মনমুগ্ধ করার মতো।

নরেন্দ্র মোদী

অসময়ে শ্রীদেবীর চলে যাওয়া বড় দুঃখের। বলিউডের বরিষ্ঠ অভিনেত্রী ছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে বহু মনে রাখার মতো পারফরম্যান্স দিয়েছেন। আমার সমবেদনা রইল পরিবারের প্রতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

রাহুল গান্ধী

শ্রীদেবীর আকষ্মিক প্রয়াণের খবর শুনে শোকাহত। একাধিক ভাষায় বহুবছর তিনি কাজ করেছেন। বলিষ্ঠ অভিনেত্রী ছিলেন। পরিবারের প্রতি সমবেদনা রইল।

বসুন্ধরা রাজে

শ্রীদেবীর প্রয়াণে শোকাহত। পদ্মশ্রী শ্রীদেবী অসাধারণ খ্যাতি পেয়েছিলেন। তাঁর প্রয়াণ অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।

English summary
From President Kovind to PM Modi, how political leaders reacted after Sridevi's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X