For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেক্ষাগৃহ থেকে এক দর্শককে বের করে দিয়ে 'ব্যাংব্যাং' প্রীতি জিনটার

Google Oneindia Bengali News

প্রেক্ষাগৃহ থেকে এক দর্শককে বের করে দিয়ে 'ব্যাংব্যাং' প্রীতি জিনটার
মুম্বই, ৮ অক্টোবর : হৃতিক-ক্যাটরিনার ব্যাং ব্যাং ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। আর সেই সিনেমার স্ক্রিনিংয়েই ব্যাং ব্যাং করে ফেললেন অভিনেত্রী প্রীতি জিনটা। আর তাতে ফের একবার বিতর্কে পড়লেন ডেয়ার ডেভিল প্রীতি।

ছবিটি দেখার জন্য প্রচন্ড উৎসাহী ছিলেন প্রীতি। কিন্তু কী এমন হল যে প্রীতি এতটাই বিরক্ত হয়ে গেলেন যে প্রেক্ষাগৃহ থেকে এক দর্শককে বের করে দিলেন? আসল ঘটনাটি হল, প্রেক্ষাগৃহে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সংগীত বেজে ওঠে। সবাই উঠে দাঁড়ান। কিন্তু ওই দর্শক উঠে দাঁড়াতে অস্বীকার করেন।

আর তাতেই খেপে লাল হয়ে যান প্রীতি। ওই ব্যক্তির সঙ্গে রীতিমতো বাকবিতন্ডা জুড়ে দেন প্রীতি। এরপর এতটাই বিরক্ত হয়ে যান তিনি যে ওই ব্য়ক্তিকে প্রেক্ষাগৃহ থেকে বের পর্যন্ত করে দেন প্রীতি জিন্টা।

এই প্রথম নয়, নিজের মতামত দিয়ে সর্বদাই পরিস্কার প্রীতি। তাঁর কথায় যে ব্যক্তি জাতীয় সংগীতকে মর্যাদা দেয় না তার সঙ্গে এমনই করা উচিত। টুইটারে একটি টুইটও করেন প্রীতি। বলেন, "ব্যাং ব্যাং শুরু হওয়ার আগে ব্যাংব্যাং! একটি লোককে থিয়েটার থেকে বের করে দিতে হল সে আমাদের জাতীয় সংগীতের জন্য উঠে দাঁড়াতে রাজি হয়নি বলে। আপনারা ভাবতে পারছেন? এখন মুভি শুরু হচ্ছে।" যদিও পরে যে কোনও কারণে ওই টুইটটি মুছে দেওয়া হয়েছে।

যদিও টুইটারে প্রীতির এই টুইট খুব একটা ভাল চোখে দেখেননি আমজনতা। অনেকের ধারণা ওখানে অত লোক উপস্থিত ছিলেন, হঠাৎ প্রীতি আগ বাড়িয়ে এত দাদগিরি করতে গেলেন কেন? যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রীতি জিনটা।

English summary
Preity Zinta Creates 'Bang Bang' Throwing Man Out Of Theatre!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X