For Quick Alerts
For Daily Alerts
রাজের পর এবার শুভশ্রীর করোনা টেস্টের রিপোর্ট প্রকাশ্যে! কী জানা যাচ্ছে
করোনা ভাইরাসের জেরে আক্রান্ত চক্রবর্তী পরিবার। হবু বাবা রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত ছিলেন , তা আগেই জানিয়েছেন। এরপর তাঁর স্ত্রী গর্ভবতী শুভশ্রীর করোনা পরীক্ষা হয়। আর তাতেই এদিন রিপোর্ট প্রকাশ্যে আসে।

এদিন জানা যায় যে রাজ ঘরনী শুভশ্রী করোনা নেগেটিভ। এই খবর রাজ নিজেই টুইট করে জানান। রাজ জানিয়েছেন সন্তানসম্ভবা স্ত্রীর থেকে অনেকটাই দূরে এক ছাদের তলায় রয়েছেন তিনি। আলাদা আলাদা ঘরে দুজনে রয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।
এর আগে, গতকাল দুপুরে একটি টুইট করে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী জানিয়ে দেন তিনি কোভিড পজিটিভ। উল্লেখ্য, রাজের বাবা বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি। একথা রাজ নিজেই জানিয়েছেন। তবে তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।