For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উড়নচণ্ডী-র মত আরও ছবি বানাতে হবে', ছবি ঘিরে অকপট 'প্রযোজক' প্রসেনজিৎ

বাংলার প্রথম 'রোড-মুভি' 'উড়নচণ্ডী' আপাতত প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যস্ত। অন্যদিকে চলছে ছবি ঘিরে জোরদার প্রচার।

  • |
Google Oneindia Bengali News

বাংলার প্রথম 'রোড-মুভি' 'উড়নচণ্ডী' আপাতত প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যস্ত। অন্যদিকে চলছে ছবি ঘিরে জোরদার প্রচার। চারজন মানুষ, আর তাঁদের জীবনের নানান দিক নিয়ে গল্প বুনেছে 'উড়নচণ্ডী'।

'মন-শুমারি আদরে' দর্শকদের কতটা কাছে টানতে পারল ' উড়নচণ্ডী''মন-শুমারি আদরে' দর্শকদের কতটা কাছে টানতে পারল ' উড়নচণ্ডী'

অভিষেক সাহা পরিচালিত এই ছবিটি নিয়ে আশাবাদী প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

স্টার কিড অমর্ত্য -রাজনন্দিনীকে নিয়ে কি বলছেন 'উড়নচণ্ডী'-র প্রযোজক প্রসেনজিৎস্টার কিড অমর্ত্য -রাজনন্দিনীকে নিয়ে কি বলছেন 'উড়নচণ্ডী'-র প্রযোজক প্রসেনজিৎ

এমন সিনেমা আরও তৈরি হওয়া উচিত

এমন সিনেমা আরও তৈরি হওয়া উচিত

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানাচ্ছেন, 'উড়নচণ্ডী'-র মত ছবি আরও বেশি করে হওয়া উচিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,'আমরা ছোটবেলায় এমন সিনেমা দেখে বড় হয়েছি, যেগুলো এখনকার দিনে আর বানানোই হয়না।' অপ্রসঙ্গে তিনি 'পলাতক' ছবিটির কথা উল্লেখ করনে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, উড়চণ্ডীর গল্প খানিকটা সেই ধাঁচের।

ফিল্ম প্রমোশন

ফিল্ম প্রমোশন

প্রসেনজিৎ জানান, মালায়লি বা গুজরাতি ভাষার সমান্তরাল ছবিগুলিকে যেভাবে বক্স অফিসের সাফল্যে পৌঁছে দেওয়া যাচ্ছে , বাংলা ছবির ক্ষেত্রে তেমনটা এখনও করে উঠতে পারিনি। তিনি বলেন 'উড়নচণ্ডীর মতো আরও ছবি বানাতে হবে। ' তবে তা বক্স অফিসে সেভাবে প্রাথমিকভাবে সাফল্য না পেলেও , ফিল্ম মেকিং এর নতুন দিশা পাওয়া সম্ভব বলে জানান বাংলা চলচ্চিত্রের মেগাস্টার প্রসেনজিৎ।

'আমার ছবি বলেই প্রশংসা করছি না...'

'আমার ছবি বলেই প্রশংসা করছি না...'

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ''উড়নচণ্ডী'
আমার ছবি বলেই আমি প্রশংসা করছি না। আমার বারবারই লক্ষ্য ছিল এমন একধরনের ছবি তৈরি করা যার কথা বাঙালি এককালে ভেবে ভেবে জীবনকে উপলব্ধি করেছে। সেই ছবিগুলি আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। ' পাশাপাশি সেই ছবিগুলিকে নতুন আঙ্গিকে তৈরি করার ডাক দিয়েছেন প্রসেনজিৎ।

নবাগতদের নিয়ে কী ভাবনা?

নবাগতদের নিয়ে কী ভাবনা?

ওই সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানাচ্ছেন, ছবির নবাগত অভিনতেরী রাজনন্দিনী ও অভিনেতা অমর্ত্য 'অনেক দূর' যাবেন। পাশপাশি তিনি সুদীপ্তা , চিত্রা সেন সহ সকলেরই প্রশংসা করেন। পাশাপাশি ছবিটি দেখবার জন্য সকলকে তিনি আহ্বান জানান। এই ধারার ছবি তৈরিতে উৎসাহ দেওয়ার জন্যও দর্শকদের আবেদন করেন টলিউড মেগাস্টার।

English summary
Prasenjit Chatterjee talks about his Film Uranchondi,Here what he said .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X