দেবের পর এবার প্রসেনজিৎ ! এনআরএসকাণ্ডে মুখ খুললেন টলি-মেগাস্টার
শুক্রবার এনআরএস-এ গিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানান অপর্ণা সেন , কৌশিক সেন সহ অনেকেই। ধীরে ধীরে মুখ খুলেছেন বুদ্ধিজীবি মহলের অনেকেই । চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেব।

আর এবার দেবের পর এনআরএস কাণ্ডে মুখ খুললেন টলিউডের মেগাস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক টুইট বার্তায় প্রসেনজিৎ দাবি করেন, 'রোগীদের প্রাণবাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য
ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। ..' মূলত, দেবের সুরেই টলিউডের অন্যান্য সেলেবর মতো করে চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
রোগীদের প্রান বাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) June 14, 2019
ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। আমি চাই সুস্হ স্বাস্হ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয় আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাদের প্রান।🙏
এর আগে দেবও এক টুইট বার্তায় চিকিৎসকদের দাবির সমর্থনে কথা বলেন।
যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।🙏🏻
— Dev (@idevadhikari) June 14, 2019
টুইট বার্তায় প্রসেনজিৎ সাফ জানিয়েছেন, তিনি শান্তির পক্ষে। শহরের রাস্তায় হিংসা তিনিও পছন্দ করেন না। কলকাতায় যাতে শান্তি ফিরে আসে , তার পক্ষেই সওয়াল করেছেন প্রসেনজিৎ। ফলে, টলিউড জুড়ে প্রায় সমস্ত সেলেবই দাঁড়িয়েছেন চিকিৎসকদের দাবির পাশে।