For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের ময়দানে বুম্বা ! মেগাস্টার প্রসেনজিৎ ঝুঁকলেন কোন দলের দিকে

ভোটযুদ্ধের ময়দানে একাধিক তারকা আসতেই বিভিন্ন ধরনের চমক উঠে আসছে। তারকাদের ঘিরে রাজনৈতিক বিভিন্ন দলের প্রচারে আলাদা মাইলেজ যে যোগ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই।

  • |
Google Oneindia Bengali News

ভোটযুদ্ধের ময়দানে একাধিক তারকা আসতেই বিভিন্ন ধরনের চমক উঠে আসছে। তারকাদের ঘিরে রাজনৈতিক বিভিন্ন দলের প্রচারে আলাদা মাইলেজ যে যোগ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই। রাজ্য থেকে ভিন রাজ্য সমস্ত জায়গাতেই তারকারা শুষে নিচ্ছেন ভোট-গ্ল্যামার।

ভোটের ময়দানে বুম্বা ! মেগাস্টার প্রসেনজিৎ ঝুঁকলেন কোন দলের দিকে

এদিকে, রাজ্যে ভোট যুদ্ধে নেমে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা দেব। শুধু তাই নয়, তাক লাগিয়েছেন তারকা নুসরত থেকে মিমি। ভিন রাজ্যে ঊর্মিলা মাতন্ডকর থেকে হেমা মালিনীর গ্ল্যামার ফ্য়াক্টরও ভোট যুদ্ধে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। এবার পালা টলিউডের মেগাস্টার প্রসেনজিতের। শোনা যাচ্ছে নাকি , তিনিও এবার যোগ দিতে চলেছেন ভোট যুদ্ধে। দেরিতে হলেও এবার ভোটের প্রার্থী তালিকায় নাম আসতে পারে তাঁর। শোনা যাচ্ছে একটি বিশেষ দলের দিকে ঝুঁকছেন বাংলার মেগাস্টার। ফলে অভিনেতা থেকে নেতা হওয়ার দৌড়ে কি এখন সময়ের অপেক্ষা মাত্র!

প্রসেনজিতের খবর থেকে একটু চোখ ফেরানো যাক! একবার মনে করে দেখুন তো আজকের তারিখটা কী! এপ্রিল মাসের ১ তারিখ। 'হ্যাপি এপ্রিল ফুলস ডে'! আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে আপাতত কোনওরকমের রাজনীতিতে থাকছেন না তা সকলেরই জানা। ফলে আপাতত তাঁকে কোনও ভোট সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাবে না। বাঙালির মনের মণিকোঠায় তিনি প্রিয় অভিনেতা হিসাবেই মহাসমারোহ অবস্থান করছেন । ভবিষ্যতেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার হিসাবেই তিনি মসনদে অধিষ্ঠান করবেন, এটা আমাদের সকলের আশা। পাশাপাশি, সকলেই যেন ভোটদানের ক্ষেত্রে এগিয়ে আসেন, ও ভোটদান করেন এমন আবেদন সকলের কাছে।

(পুনশ্চ: এই প্রতিবেদনের মাধ্যমে কাউকে আঘাত করতে চাওয়া হয়নি। কোনওভাবে কেউ মনক্ষুন্ন হয়ে থাকলে তাঁর কাছে আগাম ক্ষমাপ্রার্থী আমরা। তবে নিছক মজার ছলে এপ্রিল ফুলের আনন্দকে ভাগ করে নিতেই এমন উদ্যোগ। )

English summary
Prasenjit Chatterjee joins politics, here is the april fool prank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X