'বাহুবলী' প্রভাস এবার রাবণের ভূমিকায়! বলিউডের আসন্ন 'রামায়ণে'র রামের বেশে আরও এক সুপারস্টার
'ছিছোড়ে' ছবির সাফল্যের পর এবার পরিচালক নীতেশ তিওয়ারি , বলিউডকে সম্ভবত অন্যতম ব্লকবাস্টার দিতে চলেছেন। এবার বলিউড সত্তর এমএম-এর পর্দায় দেখতে চলেছে 'রামায়ণ'। আর মাল্টি-সুপরাস্টার-কাস্ট এর এই ফিল্ম গিরে এখন থেকেই চড়ছে পারদ। ছবিতে কে কোন ভূমিকায় থাকছেন, এক নজরে দেখে নেওয়া যাক।

প্রভাস রাবণের ভূমিকায়
এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী , জানা যায়, নীতেশ তিওয়ারির এই ছবিতে 'রামায়ণ' এর রাবণের ভূমিকায় দেখা যাবে 'বাহুবলী' স্টার প্রভাসকে। দক্ষিণী ছবিতে নায়ক হিসাবে ঝড় তোলার পর , খলনায়কের চরিত্রে প্রভাস কিভাবে ধরা দেন গুণমুদ্ধদের চোখে, তা নিয়ে আপাতত তুঙ্গে জল্পনার পারদ।

রামের বেশে হৃতিক
একদিকে, যখন রাবণের বেশে প্রভাস ধরা দিতে চলেছেন, তখন সেই একই ছবিতে রামের বেশে নীতেশ তিওয়ারির ছবিতে দেখা যাবে বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশনকে।

সীতার ভূমিকায় থাকছেন কে?
তামিল, তেলুগু, হিন্দি ভাষায় তৈরি হতে চলা এই ছবিতে হৃতিক যেমন থাকছেন রামের ভূমিকায় , তেমনই সীতার ভূমিকায় থাকছেন, বলিউড 'ডিভা' দীপিকা পাড়ুকোন। সবমিলিয়ে বলিউড অপেক্ষা করছে এক ব্লকবাস্টার ছবির।
[ বিজেপি-র গেরুয়া ঝড় দুর্গাপুজোয়! টলি সেলেবদের নিয়ে আসছে 'পদ্ম' শিবিরের নয়া উদ্যোগ]
[৫ ট্রিলিয়নে পৌঁছনোর আগেই ১০ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে মোদী সরকার]