অ্যাকশনে ভরপুর সাহোর ট্রেলর মাত করল দর্শকদের, দেখুন ভিডিও
নতুন রূপে বাহুবলী। কেমন লাগছে প্রভাসকে দেখতে তা জানার আগ্রহের শেষ নেই। ছবি ঘোষণা হওয়ার পর থেকেই সাহো নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে। ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কয়েকটি গান মুক্তি পেলেও ছবির ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে মুক্তি পেল সাহোর ট্রেলর। প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকশনে ভরপুর ছবিটি। সেটা ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন পরিচালক।

পুরোটাই যে অ্যাকশন মুভি সেটা বোঝা গিয়েছে। তবে সাহুর ট্রেলার দেখে অনেকেই হলিউডের কোনও ছবি বলে ভুল করতে পারেন। কারণ এই অ্যাকশনের জন্য হলিউডের তিন তাবড় অ্যাকশন কোরিওগ্রাফারকে উড়িয়ে এনেছিলেন পরিচালক। অ্যাকশেন সঙ্গে মানিয়ে গিয়েছে প্রভাসকে। আশা করা যাচ্ছে নিরাশ করবেন না শ্রদ্ধা কাপুরও।
ছবিতে একাধিক বড় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে। জ্যাকি শ্রফ, নেইল নীতিন মুকেশ, মন্দিরা বেদী সহ এক ঝাঁক বলিউড এবং হলিউড তারকা রয়েছেন। প্রভাস নিজেই বলেছেন ছবির ভিস্যুয়ালই আসল। দর্শকদের তিনি মনে রাখার মতো একটা ভিস্যুয়াল উপহার দিতে চান। ৩০ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।