For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজতজয়ন্তী বর্ষে 'বেদের মেয়ে জোসনা'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ১০ জুন: রজতজয়ন্তী পালন করল 'বেদের মেয়ে জোসনা'।

বাংলাদেশের সিনেমার ইতিহাসে আজ পর্যন্ত কোনও ছবি এতটা সফল হয়নি। বাংলা সিনেমার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।

১৯৮৯ সালের ৯ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। মাসের পর মাস দেশের সব সিনেমাহলই ছিল হাউসফুল। এই সিনেমা দেখতে লোকজন আগের দিন সন্ধে থেকে এসে লাইন দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে বিস্তর। শুধু প্রথম তিন মাসে ৪০ কোটি টাকা আয় করে সিনেমাটি। এ ছবির নাম-ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ! এ ছাড়াও ছিলেন ইলিয়াস কাঞ্চন, শওকত আকবর, রওশন জামিল, প্রবীর মিত্র, সাইফুদ্দিন, নাসির খান প্রমুখ।

ছবিটিতে মোট ১১টি গান ছিল। ১০টি গানই পরিচালক তোজাম্মেল হক বকুলের লেখা। 'বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে' এবং 'আমি বন্দি কারাগারে' গান দু'টি তো আজও মানুষের মুখে মুখে ফেরে। সেই সময় প্রেমিক-প্রেমিকারা এই গানের কলি ব্যবহার করেই পরস্পরকে প্রেম নিবেদন করত।

শুধু কী এপার বাংলা! ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় হয়েছিল সিনেমাটি। ১৯৯১ সালে মতিউর রহমান পানু ছবিটির রিমেক করেন। মূল গল্প, গান, নায়িকা সবই এক রাখা হয়েছিল। শুধু বাংলাদেশের নায়ক ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ওপার বাংলায় অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। এখন অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন।

এই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, "এটা যদি বাংলাদেশ না হয়ে হলিউড হত, তা হলে ছবিটি নিশ্চিতভাবেই পাঠ্যবইয়ে জায়গা করে নিত। নানা গবেষণা হত। এই ছবি কেন ব্যবসা করল, আজও কেন লোকের মনে দোলা দেয়, তা নিয়ে খবরের কাগজেই অল্প লেখালিখি হয়। কেউ পুরোদস্তুর গবেষণা করেননি। করলে সিনেমার ইতিহাস সমৃদ্ধ হত।"

English summary
Popular Bengali film 'Beder Meye Josna' completes 25 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X