For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বান্দ্রা টার্মিনাসে সোনু সুদকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে বাধা দিল পুলিশ

বান্দ্রা টার্মিনাসে সোনু সুদকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে বাধা দিল পুলিশ

Google Oneindia Bengali News

পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ বাড়ি পৌঁছে দিয়ে তাঁদের কাছে ত্রাতা হয়ে গিয়েছেন বলিউডের হ্যান্ডসম হাঙ্ক সোনু সুদ। প্রশংসা কুড়িয়েছেন গোটা দেশবাসীর কাছ থেকে। তবে প্রশংসার পাশাপাশি মুম্বইয়ের শিবসেনার কাছে সমালোচিতও হয়েছেন তিনি। শিবসেনা বলেছিলেন, '‌বিজেপির লেখা রাজনৈতিক সংলাপ’‌ কার্যকর করার জন্য সোনু সুদ এই কাজগুলি করছেন। এবার অভিনেতাকে বান্দ্রা টার্মিনাসে শ্রমিকদের সঙ্গে দেখা করতে দিল না খোদ পুলিশ।

আরপিএফ আটকায় সোনু সুদকে

আরপিএফ আটকায় সোনু সুদকে

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরপিএফের তরফ থেকে অভিনেতাকে বাধা দেওয়া হয়। সোমবার রাতে কিছু শ্রমিকদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সোনু সুদ বান্দ্রা টার্মিনাসে আসেন তখন তাঁকে রেল পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। যদিও মুম্বই পুলিশের কাছে এ সংক্রান্ত কোনও অভিযোগ আসেনি। জানা গিয়েছে, বান্দ্রা টার্মিনাস থেকে ওই শ্রমিকরা সম্ভবত শ্রমিক স্পেশ্যাল ট্রেনে উত্তরপ্রদেশে যাবেন।

 পুলিশের কাছে অভিযোগ আসেনি

পুলিশের কাছে অভিযোগ আসেনি

নির্মল নগর পুলিশ থানার শীর্ষ পুলিশ কর্তা শশিকান্ত ভান্ডারে বলেন, ‘‌অভিনেতাকে আরপিএফ আটকিয়েছে, আমরা নয়। তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যাঁরা নিজের বাড়ি যাচ্ছিলেন। আমরা কোনও অভিযোগ পাইনি।'‌

শিবসেনার সমালোচনা

শিবসেনার সমালোচনা

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত খুবই বিস্ময় হয়েছিলেন রবিবার এটা শুনে যে মহারাষ্ট্রে আটকে থাকা উত্তর ভারতের শ্রমিকদের সহায়তা করার প্রস্তাব বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় সোনু সুদকে। তিনি জানিয়েছেন যে এটা উদ্ধব ঠাকরের সরকারকে নীচু করে দেখানোর রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই নয়। তিনি সেনার মুখপত্র ‘‌সামানা'‌-তে নিজের কলমে প্রশ্ন তুলেছেন যে মহারাষ্ট্রের লকডাউনের সময় হঠাৎ করে এই মহাত্মা সুদ কোথা থেকে চলে এলেন?‌ এমনকি রাউত ২০১২ সালের সাধারণ নির্বাচনের আগে সুদের বিরুদ্ধে স্টিং অপারেশন-এর কথা উল্লেখ করে লেখেন যে তিনি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করতে রাজি হয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর বাড়ি যান সোনু সুদ

মুখ্যমন্ত্রীর বাড়ি যান সোনু সুদ

তবে, সেদিনের পরে মুখ্যমন্ত্রী এবং শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করার জন্য সোনু সুদের উদ্যোগের প্রশংসা করেছিলেন। যদিও রাজনৈতিক চাপের মুখে পড়ে সোনুও রবিবার রাতে বান্দ্রায় ঠাকরের বাসভবন ‘‌মাতোশ্রী'‌-তে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

দুর্নীতি মুক্ত করা-সহ একের পর আশ্বাস! একমাত্র বিজেপিই পরিবর্তন আনতে পারে বাংলায়, দাবি অমিত শাহেরদুর্নীতি মুক্ত করা-সহ একের পর আশ্বাস! একমাত্র বিজেপিই পরিবর্তন আনতে পারে বাংলায়, দাবি অমিত শাহের

English summary
police prevented sonu sood from meeting migrant workers at the bandra terminus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X