মোদীর জন্য দেশাত্মবোধক গান, এডিট ভিডিও, সাত বছরের শিশুর বাবার রোষে কুণাল কামরা
জার্মানির বার্লিনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দেশাত্মবোধক গান গেয়ে প্রশংসা পায় এক সাত বছরের শিশু। আর সেই ভিডিও রীতিমতো এডিট করে শিশুটির বাবার রোষের মুখে পড়েছেন কমেডিয়ান কুণাল কামরা। সাত বছরের শিশুটির বাবা এবার কড়া হুমকি দিয়ে জানিয়েছেন যে তিনি কুণাল কামরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে শিশুটির বাবা গণেশ পল বলেন, 'কার অনুমতি নিয়ে তিনি এই ভিডিওটিকে মর্ফিং বা এডিট করেছেন? অনেকেই বলেছেন এটা মজা করে করা হয়েছে, কিন্তু শিশুদের সঙ্গে রসিকতা করা উচিত নয়।’ প্রসঙ্গত, কুণাল কামরা শিশুটির সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার ভিডিও শেয়ার করেছেন। কিন্তু শিশুটির দেশাত্মবোধক গান 'হে জন্মভূমি ভারত’ এডিট করে বদলে দিয়ে সেখানে ২০১০ সালের 'পিপলি লাইভ’–এর গান 'মেহেঙ্গায়ি ডায়ান খায়ে জাত হ্যায়’ গানটি বসিয়ে দেন। তাঁর সন্তানের গান এভাবে এডিট করায় কমেডিয়ানের নিন্দা করে গণেশ পল বলেন, 'কুণাল কামরার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’
সোমবার নরেন্দ্র মোদী জার্মানি যাওয়ার পর শিশুটির এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মোদী শিশুটির গান শুনে খুবই প্রশংসা করেন এবং শিশুটির পিঠ চাপড়ে বলেন, 'বাঃ! দারুণ।’ কিন্তু কুণাল কামরা প্রধানমন্ত্রীর সামনে সাত বছরের শিশুর গাওয়া গানের ভিডিওকে মর্ফ করে পোস্ট করায় নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। গণেশ পল এ প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি এ ধরনের নেতিবাচক খবর থেকে তাঁর সাত বছরের শিশুকে দূরে রাখার চেষ্টা করেন। তিনি বলেন, 'আমি এইসব থেকে আমার সন্তানকে দূরে রাখি। আমি তাকে কোনও নেতিবাচক জিনিস দেখাই না।’
দলটাকেই তুলে দেবেন? উদয়ন-রবীন্দ্রনাথকে ভর্ৎসনা মমতার! সতর্ক করলেন মদনকেও
গণেশ পল জানান এটা কোনও প্রচারমূলক কাজ ছিল না। তিনি বলেন, 'আমার ছেলে ফেসবুক বা টুইটার কি জানে না। সে শুধু দেশাত্মবোধক গান ভালোবাসে।’ তিনি বলেন, 'সে শুধু তার মাতৃভূমির জন্য গান গেয়েছে।’ এর আগে গণেশ পল কমেডিয়ান কুণাল কামরাকে টুইটারে একহাত নিয়ে বলেন যে তাঁর সন্তানকে এ ধরনের সস্তা রাজনীতি থেকে যেন দূরে রাখা হয়। কুণাল কামরাকে 'জঞ্জাল’ বলে অ্যাখা দিয়ে গণেশ পল বলেন, 'সে আমার ৭ বছরের ছেলে, যে তার প্রিয় মাতৃভূমির জন্য এই গানটি গাইতে চেয়েছিল। যদিও সে এখনও খুব ছোট, তবে সে অবশ্যই তার দেশকে আপনার চেয়ে বেশি ভালোবাসে মিস্টার কামরা বা কচরা (জঞ্জাল), আপনি যাই হোন না কেন। ছোট শিশুটিকে আপনার নোংরা রাজনীতি থেকে দূরে রাখুন এবং আপনার দুর্বল রসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করুন।’