For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাওবাদী' বিতর্কে বিপাকে নাট্যব্যক্তিত্ব গিরিশ করনাড, দায়ের হল অভিযোগ

নয়া বিতর্কে নাট্যব্যক্তিত্ব গিরিশ করনাড। 'আমিও আরবান নক্সাল' নামে একটি প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে তিনি পৌঁছন এক সভায়।

  • |
Google Oneindia Bengali News

নয়া বিতর্কে নাট্যব্যক্তিত্ব গিরিশ করনাড। 'আমিও আরবান নক্সাল' নামে একটি প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে তিনি পৌঁছন এক সভায়। সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুবার্ষীকি উপলক্ষ্য়ে আয়োজিত ওই সভায় গিরিশের গলায় ঝোলানো প্ল্যাকার্ড ঘিরে শুরু হয়ে যায় নয়া বিতর্ক।

আরবান নক্সাল বিতর্কে বিপাকে নাট্যব্যক্তিত্ব গিরিশ করনাড, দায়ের হল অভিযোগ

প্ল্যাকার্ড বিতর্ক ঘিরে বেঙ্গালুরু পুলিশের কাছে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত এই বুদ্ধিজীবীর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। দুটি ভিন্ন দায়ের হয়েছে এই অভিযোগ। কর্ণাটকের বিধানসৌধ পুলিশের কাছে প্রথম অভিযোগটি দায়ের করেন আইনজীবী অমৃতেশ এন পি। তাঁর দাবি, গিরিশ করনাড যা করেছেন তা সংবিধান বহির্ভূত কাজ। তিনি বলেন, মাওবাদকে যেভাবে গিরিশ করনাড সমর্থন করেছেন তা নিয়মের বাইরে।

আইনজীবী অমৃতেশ ছাড়াও গিরিশ করনাডের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে শ্রী রাম সেনে , হিন্দু জনজাগৃতি সমিতি। তারা বেঙ্গারুর পুলিশ কমিশনরের সঙ্গে দেখা করে এবিষয়ে অভিযোগ জানিয়েছেন। উল্লেখ্য, প্ল্যাকার্ডের সঙ্গে গিরিশ করনাডের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর তা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তারপরই দুটি ভিন্ন অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

English summary
Plaint against Girish Karnad for abetting Naxalism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X