গায়ে হলুদের সাজে অপরূপ সুন্দরী হয়ে উঠলেন শুভশ্রী, 'সোয়্যাগ' -এ ভরপুর রাজ! দেখুন ছবি
রাজ-শুভশ্রীর বিয়ে ঘিরে উৎসবের আসর ক্রমেই জমে উঠছে। গতকালের আইবুড়োভাত থেকে মেহেন্দি পর্বের পর আজ সকাল থেকে বজবজের বাওয়ালি রাজবাড়ি মাতোয়ারা দুই তারকার গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে। একদিকে রাজ চক্রবর্তী অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজবাড়ির দুই দিকে চলছে দুজনের গায়ে হলুদের আসর।

এদিন সকালে , রাজের গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা। উপস্থিত ছিলেন রাজের মা। আসর জমাতে পৌঁছে গিয়েছে ব্যান্ড পার্টি। সব মিলিয়ে এখন সেখানে পরিস্থিতি জমজমাট। এদিকে, গায়ে হলুদের সাজে সেজে উঠছেন শুভশ্রীও। ক্রিম রঙের পোশাকের সঙ্গে মানানসই গয়নায় এদিন নিজেকে সাজান শুভশ্রী। সকাল থেকেই তিনি ব্যস্ত বিয়ের নানা অনুষ্ঠানে। দেখে নেওয়া যাক গায়ে হলুদে তাঁর ফার্স্ট লুক।
And the happy bride gets ready for gaaye holud! @subhashreesotwe #SnR pic.twitter.com/xhNUqseKT7
— S.T.I (@sti_subhashree) May 11, 2018
Moments from @subhashreesotwe 's gaye holud ceremony #Day3 #SnR #WeddingDiaries.... pic.twitter.com/yZCfm2PEs5
— S.T.I (@sti_subhashree) May 11, 2018
A post shared by Subhashree Gangully Dev (@subhashree_gangully_dev) on May 11, 2018 at 12:40am PDT
এর আগে, গতকাল আইবুড়োভাতের আসরে স্টেজে উঠে শুভশ্রীর জন্য নাচের তালে মাতিয়ে দেন রাজ। আর চারপাঁচজন বাঙালি 'হবু বর'-এর বেশে তিনিও এদিন ছিলেন ধুতি -পাঞ্জাবীতে। আর রাজ স্টেজে উঠতেই শুরু হল 'পেহলা নশা ' গানটি। ধুতি পরেই শুভশ্রীর জন্য সেই গানের সঙ্গে কোমর দোলালেন রাজ। ঘটানিট ধরা পড়েছে একটি ভিডিওতে। আর সই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। এমনকি আসরে ক্লান্ত শুভশ্রীকেও সামলান রাজ। সেছবিও ধরা পড়েছে বিভিন্ন ক্যামেরায়।