• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এক্সক্লুসিভ : 'রক অন ২' এর সেটের কিছু অদেখা ছবি

২০০৮ সালে মুক্তি পাওয়া রক অন সিনেমাটি মনে আছে? রক মিউজিক নিয়ে এমন সিনেমা বলিউডে এর আগে কখনও হয়নি। আর সেজন্যই মুক্তি পাওয়ার পরই সুপারহিট হয়েছিল সিনেমাটি। ['হাউসফুল-থ্রি' মাতাবেন লাস্যময়ী লিসা-নার্গিস-জ্যাকলিন!]

এমনকী এখনও সিনেমাটি নিয়ে ফের চর্চার প্রয়োজন এসে পড়েছে। কারণ এই সিনেমার সিকোয়েল 'রক অন ২' মুক্তি পাবে বলিউডে। আর এবার পুরনো চরিত্রগুলির পাশাপাশি কয়েকজন নতুন চরিত্রকেও সিনেমায় দেখা যাবে, যার মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধা কাপুর।

এবারের সিনেমায় রয়েছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, লুক কেনি, পূরব কোহলি, প্রাচী দেশাই ও শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় ফারহান আখতারের পাশাপাশি গান গাইতে শোনা যাবে শ্রদ্ধা কাপুরকেও। নিচের স্লাইডে দেখে নিন এই সিনেমার সেটের কিছু এক্সক্লুসিভ ফুটেজ।

রকস্টার ফারহান

রকস্টার ফারহান

আগের সিনেমার মতো এই সিনেমাতেও একেবারে রকস্টারের মতোই লাগছে ফারহান আখতারকে। তারজন্য নিজের লুক, হেয়ারস্টাইল ইত্যাদি বদল করেছেন তিনি।

স্টেজে ফারহান

স্টেজে ফারহান

স্টেজে গান গাইতে গাইতে পারফর্মও করছেন ফারহান। শিলংয়ের একটি ব্যান্ড যার নাম সমারসল্ট, তাদের সঙ্গে নিয়েই এই পারফরম্যান্স। এছাড়া তাদের সঙ্গে একটি গানও রেকর্ড করেছেন তিনি।

রক অ্যান্ড রোল ফারহান

রক অ্যান্ড রোল ফারহান

এই সিনেমাতেও ম্যাজিক ব্যান্ডের লিড গায়ক ফারহানই। এই সিনেমায় গান গাইবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও।

নানা মুডে

নানা মুডে

শিলংয়ে স্টেজ শ্যুটিংয়ের সময়ে নানা মেজাজে ফারহান আখতার।

ছায়ামূর্তি

ছায়ামূর্তি

গিটার হাতে ফারহান। এই সিনেমায় বড় চুল ছাড়াও দাঁড়ি-গোঁফে দেখা যাবে তাঁকে।

এহসানের সঙ্গে

এহসানের সঙ্গে

ডেভিড গিলমারের কনসার্টে একসঙ্গে সেলফি এই সিনেমার সঙ্গীত পরিচালক এহসান ও অভিনেতা ফারহান।

ফারহান-অর্জুন

ফারহান-অর্জুন

শ্যুটিংয়ের মাঝে একটি দৃশ্যে ফারহান আখতার ও অর্জুন রামপাল।

পূরব কোহলি

পূরব কোহলি

প্রথম পার্টে ড্রামারের ভূমিকায় অভিনয় করে কেডি নামে খ্যাত পূরব কোহলি শিলংয়ে শ্যুটিংয়ের ফাঁকে।

রক অন ২ স্কেচ

রক অন ২ স্কেচ

রক অন ২-এর এই স্কেচটি সম্প্তি সামনে এসেছে। এতে ফারহান আখতার, অর্জুন রামপাল, লুক কেনি, পূরব কোহলি, প্রাচী দেশাই ও শ্রদ্ধা কাপুররা রয়েছেন।

আরও খবর পড়ুন এখানে :

২০১৬-তে এই সিনেমাগুলি দেখতেই হবে

বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ

এবার সানি-নওয়াজের জুটি দেখবে বলিউড!

ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা হয়েছেন এঁরা

বলিউড তারকাদের বিদেশি প্রেম

English summary
Pics From The Sets Of Rock On 2!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X