For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) সুচিত্রা সেনের বায়োপিকে অভিনয় করবেন বিদ্যা বালন

Google Oneindia Bengali News

মুম্বই, ১৭ মার্চ : শোনা গিয়েছিল, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বায়োপিকে দেখা যেতে পারে প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালনকে। তবে হয়তো তাতে বাধ সেধেছেন অভিনেত্রী রবীনা ট্যান্ডন। তবে ভুট্টোর চরিত্রে অভিনয় করতে না পারলেও মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় এবার দেখা যাবে বিদ্যা বালনকে।

<strong>সুচিত্রা সেনকে সম্মান জানাতে ছায়াছবি, অভিনয় করবেন মুনমুন-রাইমা</strong>সুচিত্রা সেনকে সম্মান জানাতে ছায়াছবি, অভিনয় করবেন মুনমুন-রাইমা

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয়, প্রতিভাবান ও সুন্দরী অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। নিজের ব্যক্তিত্বে, সৌন্দর্য মেখে যখন ঘাড় বেঁকিয়ে সুচিত্রা বলেছিলেন, 'ও যেন আমায় টাচ না করে', (সপ্তপদী ছবির দৃশ্য) সে কি বাঙালি ভুলতে পারে। কিন্তু তবু হঠাৎই অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা। তাঁর জীবন কাহিনী আজও সবার কাছে রহস্য।

এবার সেই রহস্যময়ী অভিনেত্রীর জীবনীই বড়পর্দায় তুলে ধরবেন বিদ্যা বালন। কলকাতা এবং বাংলা সংস্কৃতি নিয়ে চিরকালই বিদ্যাকে আকৃষ্ট করে। এবার মহানায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বিদ্যা যে যার পর নাই খুশি তা বলার অপেক্ষা রাখে না।

মহানায়িকা

মহানায়িকা

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয়, প্রতিভাবান ও সুন্দরী অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন।

বিদ্যা বালন

বিদ্যা বালন

সুচিত্রা সেনের বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে যার পর নাই খুশি বিদ্যা।

অন্তরালে

অন্তরালে

অভিনয় করতে করতেই আচমকা অন্তরালে চলে যান সুচিত্রা। মৃত্যুর পরও তাঁকে এক ঝলক দেখার বাসনা অধরাই রয়ে গিয়েছে সুচিত্রাপ্রেমীদের।

শেষ দেখা...

শেষ দেখা...

১৯৭৮ শেষবারের মতো রূপোলি পর্দায় দেখা গিয়েছিল মহানায়িকাকে।

English summary
Vidya Balan to star in Suchitra Sen biopic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X