সাত পাকে বাঁধা পড়লেন যুবরাজ সিং এবং হেজল কিচ, বিয়ের সেরা মুহূর্ত দেখে নিন ছবিতে
ফতেগড় সাহিব, ১ ডিসেম্বর : সঙ্গীত, মেহেন্দি ককটেল পার্টির পর বিয়েটাও সেরে ফেললেন জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিং। হেজল কিচের সঙ্গে সিরহিন্দ-চণ্ডীগড় রাস্তায় দাফেরা গ্রামে বাবা রাম সিং গুন্ডনওয়ালে ধার্মিক গুরুর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় যুবরাজের।
(ছবি) যুবরাজ সিংয়ের বিয়ের ককটেল পার্টিতে গ্ল্যামার বাড়াল কোহলি-সহ ভারতীয় দল
(ছবি) যুবরাজের বিয়েতে উপস্থিত থাকবেন বিশিষ্ট এই অতিথিরা!
বিগ বস ১০ : টেলিভিশনে প্রাক্তন পুত্রবধূর অভিযোগ, মুখ খুললেন যুবরাজ সিংয়ের মা
দেরা প্রধান বাবা রাম সিংয়ের আশীর্বাদ নেন যুবি ও হেজল।
কোনও জাঁকজমক ছাড়া একেবারে সাদামাটা ভাবেই বিয়ের অনুষ্ঠান হয় যুবরাজ ও হেজলের। শুধুমাত্র ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন । মেরুণ ও সোনালি রংয়ের পোশাকেই নবদম্পতি সেজেছিলেন এদিন।
বিয়ের কিছু সেরা মুহূর্ত দেখে নিন ছবিতে।

বিয়ের অনুষ্ঠান
অভিনেত্রী হেজল কিচের সঙ্গে গুরুদ্বারে সম্পূর্ণ পাঞ্জাবী রীতি মেনেই বিবাহ সম্পন্ন হয়।

যুবি-হেজল
সিরহিন্দ-চণ্ডীগড় রাস্তায় দাফেরা গ্রামে বাবা রাম সিং গুন্ডনওয়ালে ধার্মিক গুরুর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় হেজল-যুবরাজের।

বর-বধূর পোশাক
হেজলের পরনে ছিল চওড়া পাড়ের মেরুন ও সোনালি রংয়ের লহেঙ্গা। অন্যদিতে যুবরাজ পরেছিলেন মেরুন রংয়ের শেরওয়ানি তাতে সোনালি দিয়ে কাজ করা।

হেজল কিচ
বউয়ের সাজে হেজল কিচ বিয়ের অনুষ্ঠানের জন্য পৌঁছলেন গুরুদ্বারে।

শুরু বিয়ের রীতি
বিয়ের জায়গা পছন্দ করেছিলেন যুবরাজের মা শবনম সিং।

জাঁকজমকহীন বিয়ে
বিনা আড়ম্বরেই সম্পন্ন হল যুবরাজ সিং ও হেজল কিচের বিয়ে। দুজনের ঘনিষ্ঠরাই শুধুমাত্র অংশ ছিলেন এই অনুষ্ঠানের। যুবরাজের বাবা যোগরাজ উপস্থিত ছিলেন না।

বিয়ের কার্ড
যুবরাজ ও হেজলের হাল্কা মেজাজের এই বিয়ের কার্ডে মুগ্ধ সবাই।

পুনরায় বিয়ে
গোয়াতে আগামীকাল হিন্দুমতে হেজলকে বিয়ে করবেন যুবরাজ।