For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরিজিতের গাওয়া 'রাজি'-এর এই গানের ভিডিওটি গায়ে কাঁটা দেওয়ার মতো

জনৈক সেহমতকে নিয়ে লেখা এক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েছে 'রাজি'। যে উপন্যাস ৭১ এর যুদ্ধের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে লেখা। সেহমতের ভূমিকায় ফিল্মে রয়েছেন আলিয়া ভাট।

  • |
Google Oneindia Bengali News

৭১ এর যুদ্ধের প্রেক্ষাপট। ভারত-পাকিস্তান দুটিদেশই তখন যুদ্ধের আগুনে জ্বলছে। এপারের রক্তক্ষয়ী আক্রমণের পাল্টা গুলি ওপারে চলছে। এরকম এক পরিস্থিতে কাশ্মীরের এক মেয়ের সঙ্গে বিয়ে হয় এক পাকিস্তানে সেনা অফিসারের। তারপর কী হয়? এই প্রশ্নের উত্তর দেবে মেঘনা গুলজার পরিচালিত , আলিয়া ভাট অভিনীত ছবি 'রাজি'।

অরিজিতের গাওয়া রাজি-এর এই গানের ভিডিওটি গায়ে কাঁটা দেওয়ার মতো

[আরও পড়ুন:শাহরুখ নষ্ট করেছেন এঁদের সুখী দাম্পত্য! কী অভিযোগ এই বাঙালি মহিলার ][আরও পড়ুন:শাহরুখ নষ্ট করেছেন এঁদের সুখী দাম্পত্য! কী অভিযোগ এই বাঙালি মহিলার ]

কাশ্মীরের মেয়ে সেহমতের সঙ্গে পাক সেনা অফিসারের বিয়ে আসলে একটি ছক অনুযায়ী হয়েছিল। সুন্দরী স্ত্রীর বেশে সেহমতকে পাকিস্তানে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, পাকিস্তানের গোপন তথ্য জেনে নেওয়া। কারণ সেহমত ছিলেন একজন মহিলা গুপ্তচর। জনৈক সেহমতকে নিয়ে লেখা এক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েছে 'রাজি'। যে উপন্যাস ৭১ এর যুদ্ধের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে লেখা। সেহমতের ভূমিকায় ফিল্মে রয়েছেন আলিয়া ভাট। এই ছবিরই নতুন একটি গান মুক্তি পেল আজ।

অরিজিতের গাওয়া , 'এয় ওয়াতন' গানটি রীতিমত গায়ে কাঁটা লাগিয়ে দেওয়ার মত। দেশাত্মবোধকে পরতে পরতে সাজানো এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। গানটি লিখেছেন গুলজার। আরও আকর্ষণীয় গানটির ভিডিও। যেখানে সেহমতে জিজ্ঞাসা করা হচ্ছে , কেন গুপ্তচর বৃত্তির কাজটি করতে তিনি 'রাজি' হলেন? আর তার উত্তরটি ভিডিও-র এক্কেবারে শেষের দিকে রয়েছে।

English summary
patriotic New song from Film Raazi 'Ae Watan' of arijit Singh gives goosebumps .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X