For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KIFF 2022: 'সোশ্যাল মিডিয়ায় সংকীর্ণতা বাড়ছে', বিতর্কের মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 'পাঠানে'র

কলকাতা চলচিত্র উৎসবে অতিথি হিসাবে উপস্থিত হয়ে সোশ্যাল মিডিয়া এবং সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখলেন শাহরুখ খান। সম্প্রতি অভিনেতার একটি সিনেমার গান মুক্তি পেয়েছে। আর তা মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। এমনক

  • |
Google Oneindia Bengali News

KIFF 2022: কলকাতা চলচিত্র উৎসবে অতিথি হিসাবে উপস্থিত হয়ে সোশ্যাল মিডিয়া এবং সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখলেন শাহরুখ খান। সম্প্রতি অভিনেতার একটি সিনেমার গান মুক্তি পেয়েছে। আর তা মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক (pathan controversy) । এমনকি সিনেমা বিন্ধ করে দেওয়ারও হুমকি এসেছে।

বিতর্কের মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পাঠানের

সেই আবহেই সোশ্যাল মিডিয়া নিয়ে মুখ খুললেন শাহরুখ (shah rukh khan) ।

আজ বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াই সবটা ঠিক করে দেয়। এমনকি সোশ্যাল মিডিয়াতে অনেক সময়ে মানুষের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা প্রকাশ প্রায়। আর তাতে সোশ্যাল মিডিয়ার গ্রহণ যোগ্যতা নেতিবাচক অর্থে বাড়ে, আর আর্থিক লাভও হয়। আর এর ফলে খোলাখুলি মদ আদান প্রদানের বদলে বিদ্বেষমূলক মানসিকতা ছড়িয়ে পড়ে বলেই মনে করেন 'পাঠান' ((pathan) ।

উৎসবের মঞ্চ থেকেই তিনি আরও বলেন, সমাজের সিনেমার একটা আলাদা ভূমিকা রয়েছে। শাহরুখের দাবি, মানুষ যেভাবে জীবন-যাপন করে সেই গল্পগুলিকে সহজ ভাবে বলা হয় সিনেমাতে। এর মাধ্যমে মানুষ মানুষকে আরও বেশি করে জানতে পারে। এমনকি একটা ঐক্য এবং ভাতৃত্বের সম্পর্ক তৈরি হয় বলেও মন্তব্য করেছেন অভিনেতা।

সম্প্রতি প্রকাশ পেয়েছে শাহরুখের আগামী ছবি পাঠানের একটি গান বেসরম রঙ! আর সেই গানে তথাকথিত সাহসী পোশাকেই দেখা গিয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোনকেও। আর তাতেই একেবারে হৈ হৈ রব সোশ্যাল মিডিয়া জুড়ে। এমনকি বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়া যখন শাহরুখ-দিপীকের রসায়ণ নিয়ে মেতে রয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রী নরত্তম মিশ্র সেই গান নিয়েই আপত্তি জানিয়েছেন।

তাঁর দাবি, দীপিকা যে পোশাক পড়েছেন তা ঠিক নয়। আর সেই পোশাক ঠিক না হলে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ওই মন্ত্রীর। নরোত্তমের দাবি, গানের দৃশ্য কস্টিউম বদল করতে হবে। অন্যদিকে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ একটি টুইট করে ওই গানের পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন। একটি দৃশ্যের গেরুয়া বিকিনিতে দেখা যাচ্ছে দীপিকাকে।

আর তা উল্লেখ করে স্বামী চক্রপাণি মহারাজের দাবি, গেরুয়া রঙের ব্যবহার হিন্দুত্বকে অপমান করা হয়েছে। তাঁর প্রশ্ন, এখানে সেন্সর বোর্ড এখানে কি করছিল। এমনকি সিনেমা ব্যান করে দেওয়ারও হুঁশিয়ারি ওই মহারাজের মুখে। আর এই বিতর্কের মধ্যেই শাহরুখের সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য খুবই তাতৎপর্যপূর্ণ।

অন্যদিকে এদিন কলকাতা চলচিত্র উৎসবের মঞ্চে শাহরুখ-রানির খুনসুটি ধরা দেয়। বাদশা বলেন, আমাকে বাংলাতে লাইন রানি লিখে দিয়েছে। ভুল হলে ওকে ধরবেন। আর এরপরেই বাংলাতে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন শাহরুখ।

English summary
Shahrukh khan speaks about narrowness of social media in KIFF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X