For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি, ছবি মুক্তি আগামী বছর

Google Oneindia Bengali News

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে ইতিমধ্যেই একাধিক রঙের চরিত্রে দেখতে পেয়েছি। তিনি যে যে কোনও চরিত্রের ছাঁচে নিজেকে ঢেলে নিতে পারেন তা এতদিনে প্রমাণিত। এবার সেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায়। '‌ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ রহনা চাইয়ে অটল'‌ বায়োপিক তৈরি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। দ্য আনটোন্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যন্ড প্যারাডক্স বাই উল্লেখ এনপি বইয়ের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হবে ৷ ২০২৩ সালের ক্রিসমাসের সময় এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি

চলতি বছরের ২৮ জুন এই বায়োপিক তৈরি করার কথা ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি হয় যে অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন। পরিচালক রবি যাদব ও উৎকর্ষ নাইথানির লেখা চিত্রনাট্যে মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে মূল ভূমিকায় দেখা যাবে। এই সিনেমাটি মূলত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনযাত্রার ওপর আবর্তিত হয়েছে। বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশে প্রথম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে পারা পঙ্কজ ত্রিপাঠির কাছে খুবই গর্বের বিষয়। তিনি এ প্রসঙ্গে বলেন, '‌এইরকম একজন মানবিক রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরা আমার জন্য সম্মানের। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আরও অনেক কিছু। তিনি একজন চমৎকার লেখক এবং একজন প্রখ্যাত কবি ছিলেন। তাঁর নামের সঙ্গে জুড়ে থাকাটা আমার মতো একজন অভিনেতার জন্য বিশেষ সুযোগ ছাড়া কিছুই নয়।' পরিচালক রবি যাদব আরও বলেন, '‌পরিচালক হিসাবে আমার কাছে অটলজির জীবনযাত্রার চেয়ে ভালো কোনও গল্প হতে পারে না। উপরন্তু অটলজির জীবনকে পর্দায় ফুটিয়ে তুলবেন প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এবং প্রযোজকদের সহায়তা। আমার আশা আমি অটলের সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।'‌

এখানে উল্লেখ্য, ১৯৯৬ সালে দেশের প্রধানমন্ত্রী হন অটল বিহারি বাজপেয়ী। যদিও তাঁর দল বিজেপি অন্য দলের থেকে পর্যাপ্ত সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার কারণে ১৩দিনের মাথায় অটল বিহারি বাজপেয়ীকে পদত্যাগ করতে হয়। তবে ১৯৯৮ ও ১৯৯৯ সালে বাজপেয়ী ফের প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়বারের জন্য। ৯৩ বছর বয়সে ২০১৮ সালের ১৬ অগাস্ট প্রয়াত হন অটল বিহারি বাজপেয়ী। ‌

English summary
Pankaj Tripathi to play Atal Bihari Vajpayee in biopic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X