For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে 'প্যাডম্যান' নিষিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ পাক অভিনেত্রী, কড়া বার্তা টুইটারে

অক্ষয় কুমার অভিনীত এই সাহসী ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান আর এতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন পাক অভিনেতা অভিনেত্রীরাও।

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের স্বাস্থ্য সচেতনাকে মূল উপজীব্য করে পরিচালক আর বালকি তরে করেছেন 'প্যাডম্যান 'ছবিটি। যে ছবিতে, দেখানো হয়েছে মহিলাদের স্বাস্থ্য সচেতনার ভাবনায় স্য়ানিটারি ন্যাপকিন তৈরি করা চালু করেন দেশের এক প্রত্যন্ত গ্রামের এক সাধারণ মানুষ। আর এই কাজের জন্য তাঁকে কীভাবে সামাজিক বঞ্চনা তথা নানা সমস্যার সামনে পড়তে হয়। অক্ষয় কুমার অভিনীত এই সাহসী ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান আর এতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন পাক অভিনেতা অভিনেত্রীরাও।

পাকিস্তানে 'প্যাডম্যান' নিষিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ পাক অভিনেত্রী, কড়া বার্তা টুইটারে

পাকিস্তানের ফিল্ম সেন্সার বোর্ডের তরফে জানানো হয়েছে, প্যাডম্যান ছবিটি তাঁদের সভ্যতা সংস্কৃতির বিরোধী। ফিল্মের মূল ঘটনা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। এদিকে , এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানি অভিনেতারা। ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীরাও। 'জিন্দাগি গুলজার হ্যায়' সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী সনম সইদ এই নিয়ে মুখ খুলেছেন প্রকাশ্যেই।

এদিকে, পাক সেন্সর বোর্ডের এক সদস্যকে জানানো হয়েছে, শুধু 'প্যাডম্যান' নয়, 'পদ্মাবত' কেও নিষিদ্ধ করা উচিত ছিল। কারণ সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের নেতাবাচক চরিত্রে দেখানো হয়েছে। এদিকে, ভারতের বাজারে' প্যাডম্যান' বেশ ভালো গতি নিয়েই এগোচ্ছে। এই উইকেন্ডে ৫০ কোটির গণ্ডি এই ছবি ছাড়িয়ে যাবে বলে আশা প্রযোজকদের।

English summary
Another industry source told the Indian website that Padman was initially bought by Amjad Rashid of IMGC but after he was shown the trailer, he was advised not to import the film. “Later HKC bought it and applied for NOC which was denied.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X