পাকিস্তান থেকে এল ঋষি-ইরফানের প্রয়াণের শোকবার্তা! প্রেরক কে জানেন
বলিউড থেকে হলিউড ইরফান খানদের মৃত্যুতে শোকস্তব্ধ। ঋষি কাপুর ও ইরফান খানের পর পর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ তাঁদের ফ্যান মহল। এদিকে, ঋষির বাবা রাজ কাপুরের জন্মভূমি সুদুর পাকিস্তান থেকে এল অভিনেতার মৃত্যুতে শোকবার্তা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রণবী কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল পাকস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। নিউইয়র্কের রাস্তায় দুই তারকাকে একসঙ্গে ধূমপান করতে দেখা যায়। যা নিয়ে ভারত-পাক জুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চরমে ওঠে। সেই পর্বের পর ঋষি কাপুরের মৃত্যুতে সেই মাহিরা খান শোকবার্তা পেশ করলেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on InstagramRest in greatness and peace, my forever Maqbool 🤍
A post shared by Mahira Khan (@mahirahkhan) on
শুধুমাত্র ঋষি কাপুরের প্রয়াণেই এমন পোস্ট করেননি মাহিরা, ইরফান খানের প্রয়াণের খবরেও মাহিরা দুঃখ প্রকাশ করে পোস্ট করেছেন। উল্লেখ্য , পাকিস্তানের মতো দেশে যখন ভারতীয় ফিল্ম নিষিদ্ধ হয়েছে, তখন সেদেশর নামী অভিনেত্রী ভারতীয় তারকারে প্রয়াণে শোক প্রকাশ করছেন। যা ফের এক নয়া পথ দেখাচ্ছে বলে মনে করছেন অনেকেই।