For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান মুখ দেখতে চাইছে না ভারতীয় তারকাদেরও! ইসলামাবাদের নয়া পদক্ষেপ

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য়িক সম্পর্ক বন্ধ রেখেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বন্ধ করে দিয়েছে সেদেশ। বন্ধ রয়েছে দুই দেশের ফিল্ম বিষয়ক লেনদেন ।

  • |
Google Oneindia Bengali News

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য়িক সম্পর্ক বন্ধ রেখেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বন্ধ করে দিয়েছে সেদেশ। বন্ধ রয়েছে দুই দেশের ফিল্ম বিষয়ক লেনদেন । বলিউডের ফিল্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এবার পাকিস্তান দেখতে চাইছেন না ভারতীয় সেলেবদের মুখও! আর সেই জন্যই ইসলামাবাদ নিয়েছে নয়া ব্যবস্থা।

পাকিস্তান মুখ দেখতে চাইছে না ভারতীয় সেলেবদেরও! নেওয়া হল নয়া ব্যবস্থা

পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানের 'মিডিয়া রেগুলেটরি অথরিটি ' জানিয়ে দিয়েছে , এ সমস্ত বিজ্ঞাপনে ভারতীয় চিত্রতারকা তথা সেলেবদের মুখ দেখা যাবে, সেই সমস্ত বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে। শুধু তাই নয়, ভারতীয় বিজ্ঞাপনও নিষিদ্ধ হয়ে গিয়েছে পাকিস্তানে। নিষিদ্ধ হয়েছে, ডেল, সানসিল্ক শ্যাম্পু, সার্ফ এক্সেল পাউডার, ফগ বডি স্প্রের মতো একাধিক ভারতীয় পণ্যের বিজ্ঞাপন। প্রসঙ্গত, পাকিস্তান ১৪ অগাস্ট নিজের স্বাধীনতা দিবসের দিনটিকে 'কাশ্মীর সলিডারিটি ডে' হিসাবে পালন করে। এরপর ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসকে 'কালা দিবস' হিসাবে পালন করা হয় পাকিস্তানের বুকে।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

উল্লোখ্য, গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। আর এই ধারা তুলে নেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষমা করা হয়েছে। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান। যদিও পাকিস্তানের যাবতীয় দাবি নস্যাৎ করে ভারত সাফ জানিয়ে দিয়েছে গোটা বিষয়টিই ভারতের 'অভ্যন্তরীণ বিষয়'।

English summary
Pakistan Bans advertisement featuring Indian artists. The Pakistan Electronic Media Regulatory Authority (Pemra) circulated a letter dated August 14 on Wednesday announcing the ban.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X