For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যজিতের চোখে অন্ধকারের রঙিন গল্প! এই ছবির কাহিনি এক অন্য ঘরনা তুলে ধরছে

অন্ধকারে রঙ খুঁজে নেওয়ার চেষ্টায় বিভোর গোটা দুনিয়া। সকলেই নিজের মত করে খণ্ড খণ্ড অন্ধকার থেকে নিজের রসদের রঙ খুঁজে নিতে চায়, আর সেই চেষ্টারই এক অসামান্য প্রতিচ্ছবি ' পেইন্টিং ইন দ্য ডার্ক' ।

  • |
Google Oneindia Bengali News

অন্ধকারে রঙ খুঁজে নেওয়ার চেষ্টায় বিভোর গোটা দুনিয়া। সকলেই নিজের মত করে খণ্ড খণ্ড অন্ধকার থেকে নিজের রসদের রঙ খুঁজে নিতে চায়, আর সেই চেষ্টারই এক অসামান্য প্রতিচ্ছবি ' পেইন্টিং ইন দ্য ডার্ক' । বাংলা চলচ্চিত্রে এক চিত্রকরের রঙের অনুরণন খুঁজে নেওয়ার কাহিনি নতুন ঘরানায় তুলে ধরেছেন পরিচালক সত্যজিৎ দাস।

ফিল্মের কথা

ফিল্মের কথা

বাংলা চলচ্চিত্রে হাতে গোনা কয়েকটি ছবিতেই চিত্রকরের অন্দরমহলের কথা তুলে ধরা হয়েছে। সেই গল্পের ঘরানাতে এবার নাম লিখিয়েছে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ চৌধুরী , নীলাঞ্জনা রুদ্র অভিনীত 'পেইন্টিং ইন দ্য ডার্ক'। ছবিতে রয়েছেন রাশেদ রহমান, সায়ন্তী চট্টরাজের মতো অভিনেতা অভিনেত্রীরাও।

চিত্রাঙ্কণের গল্প

চিত্রাঙ্কণের গল্প

কাহিনির প্রেক্ষাপটে নব্বইয়ের দশকের এক মধ্যবিত্ত পরিবার। এই কাহিনি এক জন্মান্ধ প্রতিবন্ধির। ছোট থেকেই অন্ধ ইমানুয়েল শুধু শব্দকেই তীব্রভাবে অনুভব করতে পারে । আর সেই ভাঙা ভাঙা শব্দের বুনোটে সে গড়ে তোলে অন্ধকারের মধ্যেও নিজের রঙিন দুনিয়া। আর এই শব্দ-রঙের গল্পেই লুকিয়ে থাকে চিত্রনাট্যের এক চাঞ্চল্যকর মোড়। উল্লেখ্য, এই বছরের মধ্যভাগেই কলকাতার স্ক্রিনে আসে চলেছেএই ছবি।

 সত্যজিতের গল্প

সত্যজিতের গল্প

ছবির পরিচালক সত্যজিতের স্বপ্ন, ছবিটিকে আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরা। বিভিন্ন নামী ফিল্ম ফেস্ট-এ ছবিকে পাঠানোর জন্য চেষ্টায় বুঁদ রয়েছেন পরিচালক। 'ওয়ান ইন্ডিয়া বাংলা'-কে সত্যজিৎ জানিয়েছেন, 'ছবিটি মনোরঞ্জন ও শিল্প সত্ত্বা দু'দিককেই তুলে ধরেছে। সামাজিক সম্পর্ক ও মানবিক সত্ত্বার মিশেল এই ছবি। '

শ্যুটিং কাহিনি

শ্যুটিং কাহিনি

ছবিটির গল্প যেমন এক অদম্য ইচ্ছেকে তুলে ধরেছে , ছবির নেপথ্যেও রয়েছে এক অদম্য় লড়াইয়ের গল্প। ছবির প্রযোজনায় রয়েছে 'মাস্টারপিস সিনেমা'। ২ থেকে ৩ জনের সাহায্যে এই ছবির ফান্ডিং হয়েছে। সেঅর্থে বলা যেতে পারে এটি একটি 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম'। এমনই দাবি নির্মাতাদের।

পরিচালকের কথা

পরিচালকের কথা


পরিচালক সত্যজিৎ দাস জানিয়েছেন, ছবির শ্যুটিং চলেছে ১২ দিন ধরে। এর আগে, তাঁর পরিচালিত ছবি 'ডেডলাইন' ও 'দুই পৃথিবী' বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে সামদৃত ও পুরস্কৃত হয়েছে। এবার 'পেইন্টিং ইন দ্যা ডার্ক' নিয়ে আশায় বুক বাঁধছেন এই তরুণ পরিচালক।

English summary
Painting in the Dark, a movie that depicts an artist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X