For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাগলা দাশু' এবার শর্টফিল্মে! অ্যান্ড্রয়েডের জাদুতে মাত করলেন বাঙালি ইঞ্জিনিয়ার

সখের টানে মোবাইল দিয়ে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের নিয়ে সিনেমা তৈরি করে তাক লাগালেন জলপাইগুড়ির সিভিল ইঞ্জিনিয়ার অভিরূপ গাঙ্গুলী। সুকুমার রায়ের গল্প অবলম্বনে মোবাইল ফোনে তৈরী শট্ ফিলম্ পাগলা দাশু ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

সখের টানে মোবাইল দিয়ে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের নিয়ে সিনেমা তৈরি করে তাক লাগালেন জলপাইগুড়ির সিভিল ইঞ্জিনিয়ার অভিরূপ গাঙ্গুলী। সুকুমার রায়ের গল্প অবলম্বনে মোবাইল ফোনে তৈরী শট্ ফিলম্ পাগলা দাশু । চিত্রনাট‍্য এবং পরিচালনায় অভিরূপ গাঙ্গুলী ।

পাগলা দাশু এবার শর্টফিল্মে! অ্যান্ড্রয়েডের জাদুতে মাত করলেন বাঙালি ইঞ্জিনিয়ার

বছর ২৫ এর অভিরূপের জলপাইগুড়ির জেসিবোসলেন এলাকায়। মোবাইল ফোনের ক‍্যামেয়ায় ছোটদের নিয়ে শট্ ফিল্ম করতো সারাদিন ধরে। মোবাইল নিয়ে সে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাকে অন্য জগতে নিয়ে যেতেন অভিরূপ । শর্ট ফিল্মের পাগলা দাশুর শুটিং শহরের কোরানিপাড়াতে হয়েছে ।

পাগলা দাশু এবার শর্টফিল্মে! অ্যান্ড্রয়েডের জাদুতে মাত করলেন বাঙালি ইঞ্জিনিয়ার

অভিরূপের ছুটির সময় কাটে ছোটদের নিয়ে। তাই ছোটদের নিয়ে ভাবনা ছিল তার ,আর এই ভাবনা তাদেরকে নিয়ে কাজ করা । তাই ২০১৩ সালে একটি অ্যানড্রয়েড মোবাইল দিয়ে একটি শট্ সিনেমাও নন্টে ফন্টে তৈরি করেছিল অভিরূপ। এবার অবাক করেছে সে , তৈরি করছে সুকুমার রায়ের কাহিনি অবলম্বনে পাগলা দাশু নামে একটি শর্ট ফিল্ম। এই ছবিটি পুরো একটি অ্য়ানড্রয়েড মোবাইল দিয়ে তৈরি এডিট ও তিনি নিজেই করেছে।

শুটিং করতে সময় লেগেছে পাঁচদিন। দশজন ছোট ছোট ছেলে ও মেয়েদের নিয়ে তৈরি হতে চলেছে এই সিনেমাটি । দাশু এখানে প্রধান চরিত্র । আর কয়েক দিনের মধ্যে তার পুরো কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন অভিরূপ। আগামী দিনেও মোবাইল দিয়ে আরও ভালো ছোট দের নিয়ে সিনেমা তৈরি করবে বলেও জানিয়েছেন অভিরূপ ।

English summary
Pagla Dashu Movie filmed in mobile, see the making.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X