For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মাবতের নতুন টিজার, নারী শক্তির জয়গানের অনন্য গাথা হবে এই ছবি মিলল ইঙ্গিত

পদ্মাবতকে নিয়ে বিতর্ক আর কিছুতেই শেষ হচ্ছে না। ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দুই রাজ্য । এর মধ্যেই নতুন টিজার প্রকাশ প্রযোজকদের

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত বিতর্কের পর বিতর্কের মধ্যে দিয়ে চলেছেই। তবে বিতর্ক থেকে ছাপিয়ে উঠে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর ফের এক নতুন টিজার বাজারে ছেড়েছে। পিরিয়ড ড্রামা বিভিন্ন পিরিয়ডে সত্যি সত্যি বিভিন্ন নাটকীয় স্তর পেরিয়ে এসেছে।

পদ্মাবতের নতুন টিজার, নারী শক্তির জয়গানের অনন্য গাথা হবে এই ছবি মিলল ইঙ্গিত

রাণী পদ্মিনীর ওপর আধারিত ছবিতে চিতোরের রাণীকে অসম্মান করা হয়েছে বলে যেখানে একের পর এক বিতর্কের ঝড় উঠেছে। সেখানে নতুন প্রকাশ পাওয়া এই ট্রেলর যেন নারী শক্তির জয়গান। এই টিজারে ডায়লগকে ভিত্তি করে বানানো হয়েছে। সেখানে পদ্মাবতী কত জোরালো যুদ্ধ ঘরে বাইরে লড়ার জন্য নিজে তৈর আর গোটা একটা জাতিকে কীভাবে উদ্বুদ্ধ করছেন তাই দেখানো হয়েছে। চিতোরের রাণী যে কোনও সামাণ্য নারী ছিলেন না তাই প্রমাণ হয়েছে এই সিনেমার নতুন টিজারে।

পাশাপাশি পদ্মাবতীর লুকে বাজিমাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। শুধু রূপেই নয়, চরিত্র অভিনয়েও তিনি যে ফের একবার বাজিমাত করতে চলেছেন তা এই ট্রেলরের সংলাপ প্রক্ষেপণ দেখেই বোঝা যাচ্ছে। রাণী পদ্মাবতীর দাপট দেখা যাচ্ছে এই ডায়লগ টিজারে।

আলাউদ্দিন খিলজির মতো তুখোড় সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুর চড়িয়েছেন পদ্মাবতী। রাজপুত নারী-পুরুষ সকলকেই উদ্বুদ্ধ করছেন তিনি। এখানে অনেকটা জীবনের চেয়ে বড় লার্জার দ্যান লাইফ রূপে প্রোটে করেছেন তাঁকে নির্দেশক।

এদিকে হুমকির পর্ব চলছিই রাজপুতদের একটি সংস্থা -র ফের একবার দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় লীলা বনশালিকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিয়েছে। তাদের মত পদ্মাবত মুক্তি পেলে বাঁচবেন না এঁরা। আগামী ২৫ তারিখ সারা দেশে মুক্তি পেতে চলেছে পদ্মাবত।

English summary
Padmavat releases a new teaser which shows power of woman. It will help to keep aside controversies because it show how woman power can earn respect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X