For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' -এর এই টিজার কি বিক্ষোভকারীদের উদ্দেশে বনশালীর জবাব! দেখুন ভিডিও

'পদ্মাবত' ছবি নিয়ে বিতর্ক থামার নাম নেই। ছবির মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রাজপুত কর্নি সেনা ছবির বিরোধিতার রাস্তা থছেকে সরছে না।

  • |
Google Oneindia Bengali News

'পদ্মাবত' ছবি নিয়ে বিতর্ক থামার নাম নেই। ছবির মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রাজপুত কর্নি সেনা ছবির বিরোধিতার রাস্তা থছেকে সরছে না। অন্যদিকে , বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য ফের একবার পদ্মাবত মুক্তি রোখার জন্য আইনি পথে লড়াইতে নামার কথা ভাবছে। কেউ বলছেন এই ফিল্ম মুক্তি পেলে দু টুকরো হয়ে যাবে দেশ। আর এরই মধ্যে পদ্মাবত ছবির এক সংলাপ ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

'পদ্মাবত' -এর এই টিজার কি বিক্ষোভকারীদের উদ্দেশে বনশালীর জবাব! দেখুন ভিডিও

[আরও পড়ুন:মোদীর অনুষ্ঠানে চলল 'ঘুমর' গানের নাচ, হিন্দু ধর্মগুরুর প্রশংসা পেল 'পদ্মাবত', জানুন বিস্তারিত][আরও পড়ুন:মোদীর অনুষ্ঠানে চলল 'ঘুমর' গানের নাচ, হিন্দু ধর্মগুরুর প্রশংসা পেল 'পদ্মাবত', জানুন বিস্তারিত]

নতুন টিজারে দেখা যাচ্ছে , চিতোরের রানি পদ্মিনির ভূমিকায় অভিনয়রতা দীপিকা পাড়ুকোনকে। যিনি তাঁর প্রজাদের প্রতি যুদ্ধে লড়ার আহ্বান জানাচ্ছেন। যে যুদ্ধে আলাউদ্দিন খিলজিকে হারাবার জন্য তিনি ডাক দিচ্ছেন ক্ষত্রিয় মহিলাদের। আর এই ডাক জওহরে ঝাঁপ দিয়ে মৃত্যু বরণের ডাক।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পদ্মাবত'। রাজস্থানের চিতোরগড়ের রানি পদ্মিনী এইব ছবির কেন্দ্রীয় চরিত্র। ছবির বহু দৃশ্য নিয়ে রাজপুত সংগঠনগুলির আপত্তিতে এ পর্যন্ত সায় দিয়েছে প্রায় ৬ টি বিজেপি শাসিত রাজ্য। সুপ্রিমকোর্ট জানিয়েছে, দেশের সব রাজ্যেই মুক্তি পাবে পদ্মাবত। সবমিলিয়ে এরকম এক চরম পরিস্থিতিতে দর্শক মনকে পদ্মাবত, কতটা জয় করতে পারে ,সেদিকে তাকিয়ে গোটা দেশ।

English summary
Sanjay Leela Bhansali’s Padmaavat has been mired in controversy ever since the release of its first trailer, with fringe groups baying for the blood of those involved in the making of the period drama – literally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X