For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লস অ্যাঞ্জেলসে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে চাঁদের হাট, কাদের হাতে উঠল পুরস্কার দেখে নিন

Google Oneindia Bengali News

এ বছরের অস্কার ২০২২–এর মঞ্চ রীতিমতো জমে গেল। গত বছরের মতো এ বছরের অস্কারের অনুষ্ঠান ভার্চুয়ালি হয়নি। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরিমনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়। যেখানে হলিউড তারকাদের চাঁদের হাট বসেছিল। এই অস্কারের অনুষ্ঠান ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা মার্চের শুরুতে হওয়ার কথা থাকলেও তা করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়। গত তিন বছরে, অস্কার সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তবে এই বছর অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস এবং অ্যামি শুমার এবং অভিনেত্রী রেজিনা হল।

সেরা পরিচালক

সেরা পরিচালক

এ বছরের অস্কার ২০২২-এ সেরা পরিচালক হিসাবে গোল্ডেন লেডিকে বাড়িতে নিয়ে গেলেন জেন ক্যাম্পিয়ন। তাঁর ছবি '‌পাওয়ার অফ দ্য ডগ'‌-এর জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। সেরা পরিচালক হিসেবে দুবার অস্কারের জন্য মনোনীত প্রথম নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন। তাই তিনিই যে এই পুরষ্কারটি পাবেন, তা আগে থেকেই অনুমান করা গিয়েছে। সেরা সিনেমার তকমা দেওয়া হয় '‌কোডা'‌কে। সেরা লিনেমার মনোনয়নের তালিকায় ছিল বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডুন, কিং রিচার্ড, লিকোরাইস পিৎজ্জা, নাইটমেয়ার অ্যালে, দ্য পাওয়ার অফ দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।

সেরা অভিনেতা–অভিনেত্রী

সেরা অভিনেতা–অভিনেত্রী

অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। এ বছর পুরস্কারটি জিতে নিয়েছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিলেন জেসি বাকলি (দ্য লস্ট ডটার), ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)। অন্যদিকে দ্য আইস অফ চ্যামি ফাই-ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জ্যাসিকা চাস্টিন। রেইনাল্ডো মার্কাস গ্রিনরে সিনেমা কিং রিচার্ডের জন্য সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতে নেন উইল স্মিথ। পুস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন স্মিথ, চোখে জলও দেখা যায়।

ইউক্রেনের প্রতি শ্রদ্ধা

ইউক্রেনের প্রতি শ্রদ্ধা

অনুষ্ঠান শুরুর আগে, 'অস্কার ২০২২'-এর রেড কার্পেটে বেশ কয়েকজন অভিনেতা ইউক্রেনের প্রতি তাঁদের সহমর্মিতা জানিয়েছিলেন। জো ওয়াকার, নিকোল কিডম্যান, জেসিকা চ্যাস্টেইন তাঁদের মধ্যে অন্যতম।

এক ঝলকে অস্কার তালিকা

এক ঝলকে অস্কার তালিকা

সেরা সিনেমা: কোডা

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন

সেরা অভিনেতা: উইল স্মিথ

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন

সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার

সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস

সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই

সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টাম্মি ফায়ে

ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন

সিনেমাটোগ্রাফি: ডুন

সম্পাদনা: ডুন

প্রোডাকশন ডিজাইন: ডুন

শব্দ: ডুন

সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার

সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল

শর্ড ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা

অরিজিনাল স্কোর: ডুন

কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা

English summary
Take a look at who won this year's Oscar 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X