পোশাক বিভ্রাটে বেকায়দায় আলিয়া!
মুম্বই, ১৩ অগস্ট : বলিউড অভিনেত্রী এবং তাঁদের পোশাক বিভ্রাট এখন যেন দুধ-ভাত। দীপিকা পাডুকোন, করিনা কাপুর, নার্গিস ফকরি সবাই এই ঘটনার একবার না একবার সাক্ষী হয়েছেনই। এবার আলিয়া ভাটের পালা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে বেকাদায় পড়েন আলিয়া। পরণের সাদা পোষাকটি সুন্দর হলেও দৈর্ঘ্যে এতটাই ছোট যে সামলে উঠতে পারলেন না আলিয়া।
আরও পড়ুন : কখনও ফেটেছে হাতা, কখনও বা...পোশাক বিড়াম্বনায় নাজেহাল স্টাইলিশ দীপিকা
প্রখ্যাত পরিচালকের মেয়ে হওয়ায় সূত্রে নয় অভিনয়ের জোরেই আজ বলিউডে নিজের জায়গা বানিয়ে নিতে সক্ষম হয়েছেন আলিয়া। হাইওয়ে, টু স্টেটস এবং হাম্পটি শর্মার পরে বলিউডের দামি নায়িকা এখন আলিয়া। কিন্তু এখনও তারকাচিত আদব কায়দায় অভ্যস্ত নন টমবয় আলিয়া। ছোট পোষাকে কীভাবে বসতে হয় তা হয়ত এখনও ধাতস্থ হয়নি তার। আর সেউ কারণেই আলিয়ার অন্তর্বাসও ধরা পড়ল ক্যামেরায়।
তবে একটি বিষয়ে আলিয়ার তারিফ না করে পারা গেল না, আত্মবিশ্বাসী আলিয়া অত্যন্ত ঠান্ডা মাথায় সামাল দিলেন পরিস্থিতি।
ছবিতে দেখে নিন আলিয়ার কিছু 'উপস মোমেন্ট'।

উপস আলিয়া
পোশাকের দৈর্ঘ্য এতটাই কম যে সামলাতে পারলেন না আলিয়া।

অস্বস্তিতে আলিয়া
ছোট পোশাকে স্বচ্ছন্দ নন আলিয়া। পোশাক বিভ্রাট বুঝতে পেরেই বসার ধরন বদলালেন আলিয়া। তাতেও খুব একটা সুবিধা হল না।

আবার ভঙ্গিমা বদল
বসার ধরন আবার পাল্টালেন আলিয়ায়। তাতেও সমস্যা মিটল না।

সংযত আলিয়া
এবার কিছুটা বেঁকে বসলেন আলিয়া। যাতে সমস্যা এড়ানো যায়।

সমস্যার সমাধান
টম বয় আলিয়াকে এখনও বেশ কিছু নায়িকাসুলভ আদব কায়দা শিখতে হবে।