For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যজিৎ রায়-এর জন্মদিনে 'ফেলুদা'কে নিয়ে বিশেষ প্রদর্শনী

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক সত্যজিত রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতায়।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক সত্যজিত রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার হোচিমিন সরণীর আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে। রবিবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। এখানে মূলত সত্যজিৎ সৃষ্ট চরিত্র 'ফেলুদা' এর ৫০ বছর পূর্তীকে উদযাপন করা হচ্ছে।

অস্কার জয়ী সত্যজিৎকে নিয়ে নানা ধরনের তথ্য রয়েছে এই প্রদর্শনীতে। রয়েছে তাঁর 'খেরোর খাতার' নানা ছবি। যখআতাতে তিনি তাঁর ছবি পরিচালনার সময় নানা বিষয় লিখে রাখতেন। লিখতেন ছবিকে ঘিরে পুঙ্খানুপুঙ্খ নানা তথ্য।

সত্যজিৎ-এর জন্মদিনে 'ফেলুদা'কে নিয়ে বিশেষ প্রদর্শনী

যদিও প্রদর্শনী 'ফেলুদা' ঘিরে, তবুও প্রদর্শনীতে উঠে আসছে সত্যজিৎকে ঘিরে নানা অজানা তথ্য। তাঁর আঁকা, তাঁর লেখা এবং তাঁর অজানা প্রতিভার নানা বিষয় উঠে এসেছে এই প্রদর্শনীতে।

জানা যায় , আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা বিখ্যাত গোয়ন্দা চরিত্র শার্লক হোমস থেকে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ বানিয়েছিলেন 'ফেলুদা'। যে গোয়েন্দা চরিত্রকে প্রদোষ মিত্র হিসাবেও আমরা জানি। এই প্রদর্শনীতে সেই ফেলুদা, তাঁর সহযোগী তোপসে ও লালমোহন বাবু কে নিয়ে উঠে এসেছে নান অজানা বিষয়।

English summary
On Satyajit Ray’s birthday, Kolkata exhibition celebrates 50 years of Feluda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X