For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহালয়ার ভোরে মাতৃ আরাধনার বিশেষ অনুষ্ঠান থাকছে জি বাংলায়

রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মধ্য দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। কোথাও বা পাশের বাডি়র রেডিওর আওয়াজে, কোথাওবা অ্যালার্মে , বাঙালির মহালয়ার ভোর শুরু হবে।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মধ্য দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। কোথাও বা পাশের বাডি়র রেডিওর আওয়াজে, কোথাওবা অ্যালার্মে , বাঙালির মহালয়ার ভোর শুরু হবে। রেডিওর অনুষ্ঠানের পরই টিভিতে মহালয়ার অনুষ্ঠান দেখবার পালা। আর এবার জিং বাংলা নিয়ে আসছে মহালয়ার অনুষ্ঠান ঘিরে বিশেষ চমক।

মাতৃশক্তির বিভিন্ন রূপ

মাতৃশক্তির বিভিন্ন রূপ

এবারে গ্রাম বাংলার পল্লীজীবনে দেবীশক্তির রূপ তুলে ধরা হবে। বাংলার বিভিন্ন জায়গায় মায়ের রূপকে নিয়েই এবারে মহালয়াতে জি বাংলার বিশেষ নিবেদন।

কোন কোন রূপে আসছেন দেবী

কোন কোন রূপে আসছেন দেবী

পুরুলিয়ার ছোট্ট মেয়েটির মধ্যেও যেমন দেবীশক্তি রয়েছে, সুন্দরবনের গ্রামের মহিলাদের মধ্যেই সেই মাতৃশক্তিই রয়েছে। মূলত এই ভাবনাকে কার্যকরী করতেই মহালয়াতে আসছে এই বিশেষ অনুষ্ঠান।

কখনও রুদ্ররূপ

কখনও রুদ্ররূপ

এই দেবীশক্তির ক্ষোভ চরমে উঠলে কী হতে পারে, তা তুলে ধরছে জি বাংলার বিশেষ অনুষ্ঠান 'শক্তি রূপেণ সংস্থিতা'। কালিকার সেই রূপের সঙ্গে কোথাও মিশে যায় বাস্তবের চরিত্রগুলি।

অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছেন ?

অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছেন ?

এই অনুষ্ঠানে একাধিক আকর্ষণীয় বিষয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের কলাকুশলীরা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। 'কৃষ্ণকলি' থেকে 'করুণাময়ী রানি রাসমণী'-এর অভিনেতা অভিনেত্রীরা থাকছেন 'শক্তি রূপেণ সংস্থিতা' অনুষ্ঠানে।

English summary
Shakti rupeno sansthita is the special programe on Zee Bangla at Mahaloya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X