For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অক্টোবর' ছবির গল্প চুরি করার অভিযোগ সুজিতের বিরুদ্ধে! কে করলেন এমন দাবি, বিস্তারিত জানুন

গতসপ্তাহেই মুক্তি পেয়েছে 'অক্টোবর'। এরইমধ্যে বেশ প্রশংসিত ও চর্চিত হয়েছে ফিল্মটি। বরুণ ধওয়ান অভিনীত এই ছবি এ পর্যন্ত বক্স অফিসেও ভালো বাজার করেছে।

  • |
Google Oneindia Bengali News

গতসপ্তাহেই মুক্তি পেয়েছে 'অক্টোবর'। এরইমধ্যে বেশ প্রশংসিত ও চর্চিত হয়েছে ফিল্মটি। বরুণ ধওয়ান অভিনীত এই ছবি এ পর্যন্ত বক্স অফিসেও ভালো বাজার করেছে। তবে , অভিযোগ উঠছে ২০১৭ সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি 'আরতি.. দ্য আননোন লাভস্টোরি' থেকে চুরি করা হয়েছে 'অক্টোবর' ছবির গল্প। এমন অভিযোগ ওই মারাঠি ছবির পরিচালকের।

অক্টোবর ছবির গল্প চুরি করার অভিযোগ সুজিতের বিরুদ্ধে! কে করলেন এমন দাবি, বিস্তারিত জানুন

[আরও পড়ুন:না বলা প্রেম কতটা গভীর হতে পারে 'অক্টোবর'-এ প্রমাণ করলেন পরিচালক সুজিত][আরও পড়ুন:না বলা প্রেম কতটা গভীর হতে পারে 'অক্টোবর'-এ প্রমাণ করলেন পরিচালক সুজিত]

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুজিত সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকেই হতবাক হয়েছেন। এদিকে, মারাঠি ছবি 'আরতি'র পরিচালক সারিকা মেনের দাবি, 'অক্টোবর' -এর ৯০ শতাংশ গল্প তাঁর ছবি 'আরতি দ্য আননোন লাভস্টোরি'-র সঙ্গে মিলে যাচ্ছে। ছবির ট্রেলারে এই বিষয়টি তিনি ধরতে পারেননি। তেব ছবিটি দেখার পর তাঁর কাছে গল্প চুরির বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করেছেন সারিকা।

একটি ফেসবুক পোস্ট-এ তিনি এমন দাবি তুলেছেন। এ নিয়ে একটি অভিযোগও দায়ের করেছেন সারিকা। অখিল ভারতীয় মারাঠি চিত্রপট মণ্ডলের সমর্থনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি। সারিকা জানিয়েছেন, তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল 'পিকু 'ও 'ভিকি ডোনার'-এর পরিচালক সুজিতের কাছে । তবে সেই পরিচালক এমন কাজ করতে পারেন, তা তিনি ভাবতে পারছেন না।

English summary
‘October’ movie plagiarism row, marathi director accuses Shoojit Sircar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X