নওয়াজউদ্দিনের ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিনেতার ভাইঝির! চরম চাঞ্চল্য
ইদের আগে থেকেই নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারে প্রবল ঝড় চলছে। নওয়াজের ডিভোর্সের মামলাকে ঘিরে একের পর এক তত্ত্ব সামনে আসছে। যেখানে নওয়াজের পরিবারের বিরুদ্ধে বহু অভিযোগ এনেছেন নওয়াজপত্নী আলিয়া।

এদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাইঝি এবার খোদ কাকার বিরুদ্ধে মুখ খুলেছেন। ২০ বছর বয়সী এই ভাগ্নী এবার দিল্লির জামিয়া নগরে একটি অভিযোগ দায়ের করেছেন কাকা মিনাজুদ্দিনের বিরুদ্ধে। অর্থাৎ নওয়াজাউদ্দিনের ভাই মিনাজুদ্দিন নিজের ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগে, নওয়াজ পত্নী আলিয়া অভিযোগ করেছেন, নওয়াজের পরিবারে তিনি বারবার নিগৃহিতা হয়েছেন। এরপর নওয়াজের ভাগ্নীর চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে বলি-পাড়ায় জোর চর্চা চলছে।
নওয়াজের ভাইঝির দাবি, তিনি নিজে বিষয়টি নিয়ে বাড়িতে মুখ খোলার চেষ্টা করেন। তাতে লাভের লাভ হয়নি। মিনাজ পরিবারের সমর্থন পান। বারবার মিনাজ তাঁর ভাইঝিকে হুঁশিয়ারিও দিয়েছেন বলে অভিযোগে জানানো হয়েছে। এমনকি ভাইঝিকে মিনাজ মারধর করেন বলেও অভিযোগ রয়েছে। এমন অত্যাচারের ঘটনা ২০১৭ সাালের সেই সময় গোটা ঘটনা যখন নওয়াজের ভাইঝি তাঁর তৎকালীন প্রেমিককে জানান, তখন প্রেমিক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। যার পর গোটা পরিবার ভাইঝির বিরুদ্ধে চলে যায়।

কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল