
জন্মাষ্টমীর শুভদিনে সন্তান কোলে ঘরে ফিরলেন নুসরত, গাড়ি চালিয়ে আনলেন যশ
জন্মাষ্টমীর শুভ দিনেই শিশু পুত্রকে নিয়ে ঘরে ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান। অভিনেতা যশ তাঁদের গাড়ি চালিয়ে নিয়ে আসেন। সন্তান হওয়ার সময়েও হাসপাতালে ছিলেন অভিনেতা যশ। পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে আজই বাড়ি ফেরেন অভিনেত্রী। হাসপাতাল থেকে ইশানকে কোলে নিয়ে বের হন যশ। তারপর গাড়ি চালিয়ে দুজনকে বাড়ি নিয়ে যান অভিনেতা।


যশের পাশে বসেই বাড়ি ফিরলেন নুসরত
বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। আজ জন্মাষ্টমীর শুভদিনে বাড়ি ফিরলেন নুসরত জাহান। যদিও সকাল থেকে শোনা যাচ্ছিল তিনি হাসপাতালে থাকতে হবে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। পাপারাৎজিদের চোখ এড়াতে পারলেন না তিনি। হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের দেখে হাত নাড়েন নুসরত জাহান। তারপরেই ঈশানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অভিনেতা যশ। গাড়ি চালিয়েই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন তাঁদের।

মা হলেন নুসরত
দীর্ঘ জল্পনা এবং কানাকানির অবসান ঘটিয়ে অবশেষে মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। গত ১০ মাস ধরে প্রবল ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রীর জীবন দিয়ে। সন্তানের পিতৃপরিচয় এখনও স্পষ্ট করে জানাননি নুসরত। অভিনেতা যশের সঙ্গে তাঁকে দেখা যাওয়া এবং সন্তানের নাম রাখা নিয়েও অভিনেতা যশকে ইঙ্গিত করেছেন নেটিজেনরা। ঈশান নামের সঙ্গে অভিনেতা যশের প্রথম অক্ষরের মিল রয়েছে বলে অনেকেই ইঙ্গিত করেছেন অভিনেতা যশই হতে পারেন নুসরতের সন্তানের পিতা। কারণ নিখিলের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর থেকে অভিনেতা যশের সঙ্গেই ছিলেন নুসরত। এমনকী ডেলিভারির জন্য যশই নুসরতকে নিয়ে এসেছিলেন হাসপাতালে।

নুসরতকে শুভেচ্ছা নিখিলের
নুসরত জাহানের সন্তান জন্মের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নিখিল জৈনও। নিখিল সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, সুস্থ থাকুক মা ও শিশু। যদিও নুসরতের সন্তান তাঁর নয় বলেআগেই জানিয়েছিলেন নিখিল। নুসরত জাহান নিখিল জৈনকে বিয়ে করেছিলেন তুরস্কে। সেখান বিয়ে সেরে কলকাতায় এসে বড় করে রিসেপশন দিয়েছিলেন তাঁরা। তার বছর ঘুরতে না ঘুরতেই নিখিল জৈনের সঙ্গে দূরত্ব তৈরি হয়।তারপরেই শোনা যায় নুসরত আলাদা থাকতে শুরু করেছেন। তারপরেই নুসরত দাবি করেন নিখিল জৈনকে তিনি বিয়ে করেননি। তাঁরা লিভ ইন করতেন। কারন কোনও কোনও দিনই িনখিল তাঁকে আইনত বিয়ে করেননি।

নুসরতকে নিশানা
সোশ্যাল মিডিয়ায় নুসরতকে নানা ভাবে নিশানা করা হয়েছে। নেটিজেনরা নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে সরব হয়েছেন। এইনিয়ে নুসরতের পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার সিঙ্গিল মাদাররা। নুসরতকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন সন্তান কার ঔরসজাত সেটা বড় কথা নয় যিনি গর্ভে ধারন করেন সন্তান তাঁরই।