For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ম ভেদাভেদ শেখায় না', অসহিষ্ণুতা প্রসঙ্গে গর্জে উঠলেন নুসরত

গোটা দেশের বিভিন্ন অংশে ক্রমাগত বেড়ে ওঠা অসহিষ্ণুতার ঘটনার জেরে দেশের বিশিষ্ট ৪৯ জন ব্যক্তিত্ব একটি চিঠি পাঠান প্রধানমন্ত্রীর কাছে।

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশের বিভিন্ন অংশে ক্রমাগত বেড়ে ওঠা অসহিষ্ণুতার ঘটনার জেরে দেশের বিশিষ্ট ৪৯ জন ব্যক্তিত্ব একটি চিঠি পাঠান প্রধানমন্ত্রীর কাছে। দেশের বিভিন্ন জায়গায় স্বঘোষিত গোরক্ষকদের নামে যেভাবে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, তাতে উদ্বিগ্ন বলে জানান সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শ্যানম বেনেগল, অনুরাগ কশ্যপের মতো ব্যক্তিত্বরা। আর সেই চিঠির সমর্থনে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

ধর্ম ভেদাভেদ শেখায় না, অসহিষ্ণুতা প্রসঙ্গে গর্জে উঠলেন নুসরত

ইকবালের লেখা এক কবিতাকে উদ্ধৃত করে নুসরত নিজের টুইটার পোস্টে লেখেন, ধর্ম শেখাতে পারে না বিভেদ'। পাশাপাশি 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে মানুষকে হত্যা করার যে ঘটনা সামনে উঠে আসছে তারও প্রতিবাদ করেন নুসরত। 'সারে জাহাঁ সে আচ্ছা'র ডাক দিয়ে এক সংঘবদ্ধ ভারতের বার্তা দেন নুসরত। মনিরত্নম, কৌশিক সেনরা যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, সেই বিষয়টিকেই জোরদার সমর্থন জানিয়েছেন নুসরত।

নুসরত এই পোস্ট এ দাবি করেছেন, রামের নামে হত্যা যেন জল্লাদের আর্তনাদের সমান। পাশাপাশি তাঁর দাবি, ধর্ম ভেদাভেদ শেখায় না। একজন সাংসদ হিসাবে নুসরত কেন্দ্রের কাথে অনুরোধ জানিয়েছেন গণপিটুনি রুখতে যেন সরকার কড়া ব্যবস্থা নেয়। পাশপাাশি কড়া আইন আনা হোক গণপিটুনির ঘটনা ঘিরে।

English summary
Nusrat Jahan reaction on celebs letter to PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X