নুসরতের বিয়েতে শুভেচ্ছা বার্তা প্রসেনজিৎ থেকে রাজের! টুইটে উঠে এলো খুনসুটি-স্নেহ
টুইট বার্তাতেও খুনসুটি করতে ছাড়লেন না রাজ চক্রবর্তী। প্রসেনজিৎ যদিও ইন্ডাস্ট্রির সিনিয়র-সুলভ ভঙ্গিতেই জানালেন শুভেচ্ছা। নুসরত জাহানের বিয়ে ঘিরে এভাবেই কলকাতা থেকে তুরস্কের উদ্দেশে গেল শুভেচ্ছা বার্তা। দেখে নেওয়া যাক, কোন সেলেব , কিভাবে শুভেচ্ছা জানালেন নুসরতকে।
|
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঠিক যেন ইন্ডাস্ট্রির 'বড় দাদা'! আর সেই জন্যই নুসরতকে 'মাই অ্যাঞ্জেল' বলে আখ্যা দিয়ে কোথাও স্নেহেরই প্রকাশ করলেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ। পাশাপাশি জানালেন বিয়ের শুভেচ্ছা বার্তা।
|
রাজ চক্রবর্তী
নুসরতকে ইন্ডাস্ট্রিরর ঘনিষ্ঠমহল 'নুসু' নামেই ডেকে থাকে! আর এদিন 'নুসু বেটা' বলে অভিনেত্রীকে আখ্যা দিয়ে খানিকটা খুনসুটির সুরেই শুভেচ্ছা বার্তা জানালেন রাজ চক্রবর্তী।
|
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নিজের চেনা স্টাইলে নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, বলতে ভোলেননি , যে নবদম্পতিকে 'খুব ভালো লাগছে'।
|
তনুশ্রী
অভিনেত্রী তনুশ্রীও এদিন নুসরত ও নিখিলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি টলিস্টার তথা তৃণমূল সাংসদকে তিনি 'বোন' বলেও সম্বোধন করেন।