'নুসরতের বিয়ে বৈধ নয়!' ফতোয়া বিতর্কে এবার দাবি শাহি ইমামের
নুসরতের বিয়ে ঘিরে বিতর্ক যেনব থামছেই না। উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুমের পর এবার ফেতহপুর মসজিদের ইমামও মুখ খুললেন নুসরত জাহানকে নিয়ে। নুসরতের সিঁদুর থেকে মঙ্গলসূত্র পরা নিয়ে এবার সরব ইমামও।

ফতেহপুরের শাহি ইমামের বক্তব্য
দারুল উলুম উলেম এ হিন্দের পর ফতেহপুরের শাহি ইমাম মুফতি মুকররম আহমেদ জানান ,নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিয়ে কখনওই ইসলাম মতে বৈধ নয়। তিনি বলেন,'আমি জানিয়া ফতোয়ায় কী উল্লেখ করা রয়েছে, তবে ইসলাম কখনও সিঁদুর মেনে নেয় না।..'

ফতেহপুরের শাহি ইমাম আর কী বলেছেন?
শাহি ইমামের দাবি, '..সিঁদুর মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না.. এটা বিয়ে নয়। এটা অনেকটাই একটা সম্পর্ককে শো অফ করার সামিল। মুসলিম ও জৈনরা কোনও মতেই মেনে নেবে না এই বিয়ে। উনি কোনও মতেই এখন আর জৈন নন বা মুসলিম নন। উনি বড় অপরাধ করে ফেলেছেন এটা ওংর করা উচিত ছিল না। '

বিজেপি-তৃণমূলের অবস্থান
বিজেপি শিবিরের বাবুল সুপ্রিয় থেকে দেবশ্রী চৌধুরী কিংবা লকেট চট্টোপাধ্য়ায় সকলেই নুসরতের পাশে দাঁড়িয়েছেন। বসিরহাটের তৃণমূল সাংসদের পাশে রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তবে তৃণমূলের তরফে ইদ্রিস আলি এই নিয়ে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন ,'মানুষ বিভ্রান্ত' হচ্ছেন নুসরতকে নিয়ে। অন্যদিকে, নুসরতের পাশে দাঁড়িয়েছেন তাঁর বান্ধবী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।
[আরও পড়ুন:ব্যান্ডেলের পর এবার নারায়ণগড়! তৃণমূল নেতা খুনে শুরু রাজনৈতিক চাপানউতোর]