For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত বিশিষ্ট পরিচালক ও অভিনেতা লেখ ট্যান্ডন, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

প্রয়াত বিশিষ্ট পরিচালক ও অভিনেতা লেখ ট্যান্ডন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সন্ধেয় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

প্রয়াত বিশিষ্ট পরিচালক ও অভিনেতা লেখ ট্যান্ডন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সন্ধেয় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রোফেসর, আম্রপালি, অগর তুম না হোতে-র মত বহু হিট ছবির পরিচালনা করেছেন লেখ ট্যান্ডন। তাঁর পরিচালিত শেষ ছবি ছিল ১৯৯৯ সালে দো রাহেঁ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ছবিতে। এছাড়াও স্বদেশ ও রং দে বসন্তী ছবিতে অভিনয় করেছেন তিনি।

প্রয়াত বিশিষ্ট পরিচালক ও অভিনেতা লেখ ট্যান্ডন, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

ছোট পর্দাতেও বহু সিরিয়ালের পরিচালনা করেছেন লেখ ট্যান্ডন। যার মধ্যে অন্যতম হল শাহরুখ খান অভিনিত দিল দরিয়া, ফির ওহি তালাশ ও ফরমান। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। লতা মঙ্গেশকর থেকে শুরু করে শাবানা আজমি, ঋষি কাপুর, শেখর কাপুর সকলেই টুইট করে শোকপ্রকাশ করেছেন।

১৯২৯ সালে লাহোরে জন্ম লেখ ট্যান্ডনের। ১৯৬৬ সালে তাঁর পরিচালত সুনীল দত্ত ও বৈজয়ন্তীমালা অভিনিত আম্রপালি ছবিটি ৩৯তম অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ছবির জন্য মনোনিত হয়েছিল। ১৯৭৮ সালে দুলহন ওহি যো পিয়া মন ভায়ে ছবির জন্য সেরা স্ক্রিনপ্লে-র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ১৮৮৩ সালে অগর তুম না হোত ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তিনি। লেখ ট্যান্ডনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রজগতে।

English summary
Noted director and actor Lekh Tandon passes away, film industry mourns over his death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X