For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নায়ক নয় বরং বলিউড সিনেমায় এই সাতজন ভিলেন আজও স্মরণীয় হয়ে র‌য়েছেন দর্শকদের কাছে

বলিউড সিনেমায় এই সাতজন ভিলেন আজও স্মরণীয় হয়ে র‌য়েছেন দর্শকদের কাছে

Google Oneindia Bengali News

বলিউড সিনেমাতে বেশিরভাগ সময়ই হিরো বা নায়করাই শেষপর্যন্ত বাজিমাত করে যান। তবে খুব সামান্য সংখ্যক সিনেমাই রয়েছে যেখানে হিরোকে ছাপিয়ে ভিলেনরাই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এটাই দারুণ অভিনেতা হওয়ার ইঙ্গিত। যেখানে হিরোর কাছে মার খেয়েও দর্শকদের চোখে সিনেমার আসল চরিত্র হয়ে ওঠা যায়। বহু বছর ধরেও সেই সব ভিলেনদের সংলাপ দর্শকদের আজও মনে আছে। সেরকমই বলিউডের সাত ভিলেনের কথা আজ তুলে ধরব, যাঁদের সংলাপ বছরের পর বছর ধরে জনপ্রিয়।


আমজাদ খান:‌ গব্বর (‌শোলে, ১৯৭৫)

আমজাদ খান:‌ গব্বর (‌শোলে, ১৯৭৫)

অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র শোলে সিনেমায় তাঁদের দারুণ পারফর্ম দেখালেও দর্শকদের কাছে আজও শোলে সিনেমা মানে গব্বরের জনপ্রিয় সংলাপ। এই চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান, যাঁর কেরিয়ারের এটি সবচেয়ে মনে রাখার মতো চরিত্র ছিল। ‌চরিত্রটি এতটাই মন্ত্রমুগ্ধকর ছিল যে, সিনেমাটি মুক্তি পাওয়ার কয়েক দশক পরেও মানুষ এখনও মনে রাখেন গব্বরকে এবং তাঁর অসাধারণ অভিনয়কে আজও উপভোগ করেন।

 ড্যানি ডেনজংপা:‌ কাঞ্চা (‌অগ্নিপথ, ১৯৯০)‌

ড্যানি ডেনজংপা:‌ কাঞ্চা (‌অগ্নিপথ, ১৯৯০)‌

পদ্মশ্রী সম্মান পাওয়া শক্তিমান অভিনেতা ড্যানি ডেনজংপা। অমিতাভ বচ্চন অভিনীত 'অগ্নিপথ' (১৯৯০) সিনেমার খলচরিত্র কাঞ্চা চিন্না তাঁর অন্যতম সেরা কাজ। এরকম স্টাইলিশ ও পরিশীলিত ভিলেন বলিউডে খুব কম দেখা গিয়েছে। পুরনো অগ্নিপথ সেভাবে বক্স অফিসে নিজের ছাপ ফেলতে না পারলেও সমালোচক ও দর্শক উভয়ের কাছেই অমিতাভ বচ্চন ও ড্যানির অভিনয় সেরা স্থান পেয়েছে। বলিউডে এখনকার সময়ে দাঁড়িয়ে ড্যানির মতো তীক্ষ্ণ খলনায়ক পাওয়া খুব দুষ্কর।

অমরীশ পুরি:‌ মোগ্যাম্বো (‌মিস্টার ইন্ডিয়া, ১৯৮৭)‌

অমরীশ পুরি:‌ মোগ্যাম্বো (‌মিস্টার ইন্ডিয়া, ১৯৮৭)‌

ভারতের চলচ্চিত্র শিল্পের ১০০ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু যদি প্রশ্ন তোলা হয় সেরা ভিলেন অভিনেতা কে? তাহলে খুব সহজেই বিজয়ীর মুকুট যাঁর মাথায় উঠবে তাঁর নাম অমরীশ পুরি। চারশরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শেখর কাপুরের 'মিস্টার ইন্ডিয়া' (১৯৮৭) সিনেমায় তাঁর ভিলেন চরিত্রটির নাম ছিল মোগ্যাম্বো। এই সিনেমায় তাঁর জবানীতে থাকা '‌মোগ্যাম্বো খুশ হুয়া'‌ সংলাপটি তুমুল জনপ্রিয়তা পায়।

 সঞ্জয় দত্ত:‌ কাঞ্চা (‌অগ্নিপথ, ২০১২)‌

সঞ্জয় দত্ত:‌ কাঞ্চা (‌অগ্নিপথ, ২০১২)‌

পুরনো অগ্নিপথে ড্যানি ডেনজংপার কাঞ্চা চরিত্রটি ছিল খুবই মার্জিত ও পরিশীলিত, তবে নতুন অগ্নিপথে সঞ্জয় দত্তের কাঞ্চা চরিত্রটি একেবারে তার বিপরীত। দুটো ভিলেন চরিত্র চক ও চিজের মতোই ভিন্ন ধারার। তবুও, তারা উভয়েই সমানভাবে শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল।

ত্রিঘিমাংশু ধুলিয়া:‌ রামাধীর সিং (‌গ্যাংস অফ ওয়াসিপুর)‌

ত্রিঘিমাংশু ধুলিয়া:‌ রামাধীর সিং (‌গ্যাংস অফ ওয়াসিপুর)‌

গ্যাংস অফ ওয়াসিপুরে অনেক আইকনিক চরিত্রের দেখা মেলে এবং তাঁরা সকলেই ভিলেন চরিত্রই বলা চলে। কিন্তু সকলের মধ্যে কামাল দেখিয়েছেন ত্রিঘিমাংশু ধুলিয়ার চরিত্রে রামাধীর সিং। যেভাবে তিনি চরিত্রটি ধারণ করেছেন এবং পর্দায় তুলে ধরেছেন তা সত্যিই অসাধারণ।

আশুতোষ রানা:‌ লজ্জা শঙ্কর পাণ্ডে (‌সংঘর্ষ, ১৯৯৯)‌

আশুতোষ রানা:‌ লজ্জা শঙ্কর পাণ্ডে (‌সংঘর্ষ, ১৯৯৯)‌

আশুতোষ রানা আমাদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে অবমূল্যায়িত অভিনেতাদের মধ্যে একজন। সংঘর্ষে মনস্তাত্ত্বিক খুনী লজ্জা শঙ্কর পান্ডের চরিত্র ভারতীয় সিনেমায় এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রগুলির মধ্যে একটি। সিনেমায় তিনি যে দৃশ্যে উল্লাস করেন তা হল বলিউডে শুট করা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলির মধ্যে অন্যতম।

 রণবীর সিং:‌ আলাউদ্দিন খিলজি (‌পদ্মাবত, ২০১৮)‌

রণবীর সিং:‌ আলাউদ্দিন খিলজি (‌পদ্মাবত, ২০১৮)‌

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত ছবিতে বলিউড অভিনেতা রণবীর সিং নেগেটিভ চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছে ৷ এই ছবিতেই তাঁর আলাদা পরিচয় পাওয়া গিয়েছে ৷ রণবীর এই সিনেমায় একটি ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খিলজিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। যা তিন বছর পর আজও স্মরণীয় হয়ে রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
not the hero but these seven villains in bollywood movies are still remembered by the audience,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X