কঙ্গনা নয়, ‘কুইন’ ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন করিনা
এটা বললে কখনই ভুল হবে না যে বিকাশ বহেলের 'কুইন’ কঙ্গনা রানওয়াতের কর্মজীবনে টার্নিং পয়েন্ট। যেখানে কঙ্গনা দিল্লির অতি সাধারণ এক রাণী মেহরার ভূমিকায় অভিয় করেছিলেন, যিনি তাঁর বিয়ের একদিন আগে জানতে পারেন যে তাঁর হবু বর এই বিয়ে করতে চান না। তবে রাণী হতাশ হননি, তিনি একাই মধুচন্দ্রিমায় চলে যান। এই ছবিটি করার পর কঙ্গনা তাঁর অসাধারণ অভিনয়ের জন্য সকলের কাছে প্রশংসিতই শুধু হননি, তিনি জাতীয় পুরস্কারও লাভ করেন। ছবিটি তাঁর ফিল্ম কেরিয়ারে ম্যাজিকের মতো কাজ করে এবং তাঁকে শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকায় ফিরিয়ে আনে।

তবে এই ছবির একটি গোপন অংশের কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। 'কুইন’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ কঙ্গনা ছিলেন না। বরং করিনা কাপুর খানকেই এই ছবিতে প্রথমে নেওয়ার কথা হয়েছিল। এই বড় সত্য স্বীকার করছেন খোদ করিনাই। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে করিনা তাঁর পরবর্তী ছবি 'গুড নিউজ’–এর সহ–অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে আসেন। এখানে করিনাকে প্রশ্ন করা হয় যে কহো না প্যার হ্যয়, রাম–লীলা, হম দিল দে চুকে সনম, কুইন, ব্ল্যাক, ফ্যাশন এবং চেন্নাই এক্সপ্রেস ছবির প্রস্তাব নাকচ করেছিলেন অভিনেত্রী। এর জবাবে করিনা জানান যে এই ছবিগুলির মধ্যে শুধুমাত্র একটা কি দু’টো ছবি না বলেছিলেন। এরপর করিনি জানান যে তাঁর কাছে 'কুইন’–এর প্রস্তাব এসেছিল। কিন্তু সেটা নাকচ করে দিয়ে তাঁর কোনও অনুশোচনা হয়নি। তিনি বলেন, 'আমি কখনও পেছনে ফিরে তাকাই নি। আমি যখন কোনও সিনেমাকে না বলি কারণ সেই চরিত্রতা আমায় হয়ত সেই সময় মানাতো না। আর শেষ কথা হল আমি যখন কোনও সিনেমার প্রস্তাবকে কারণ ছাড়া না বলি না।’
করিনা এখন বর্তমানে 'গুড নিউজ’–এর প্রচারে ব্যস্ত রয়েছেন। যা ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।