For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই বিদ্যুৎ সংযোগ, জল, স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল হলেন তরুণ অভিনেতা ঋতব্রত

নেই বিদ্যুৎ সংযোগ, জল, স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল হলেন তরুণ অভিনেতা ঋতব্রত

Google Oneindia Bengali News

গত সপ্তাহে ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে কলকাতা প্রায় বিধ্বংস্ত। শহরের অধিকাংশ এলাকাতেই এখনও বিদ্যুৎ সংযোগ নেই, নেই জল। যার ফলে ঘোর বিপদের মধ্যে পড়েছেন শহরবাসী। বেহালা সরশুনা এলাকাতেও একই দৃশ্য। এখানকারই বালিন্দা টলি পাড়ার পরিচিত মুখ শান্তিলাল মুখোপাধ্যায় ও তাঁর ছেলে ঋতব্রত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভও দেখান এই তরুণ অভিনেতা।

নেই বিদ্যুৎ সংযোগ, জল, স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল হলেন তরুণ অভিনেতা ঋতব্রত


সরশুনার চ্যাটার্জি পাড়ায় কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ আসলেও অধিকাংশ বাড়িতেই আলো নেই, জল নেই। মোবাইল পরিষেবাও বিপর্যস্ত। এরকম পরিস্থিতিতে নিজেরাই টাকা দিয়ে এলাকায় পড়ে থাকা গাছ সরানোর ব্যবস্থা করেছেন। তরুণ অভিনেতা ঋতব্রত স্থানীয়দের সঙ্গে থানায় গেলেও পুলিশের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, '‌এখনও জল জমে রয়েছে, পুরসভার কর্মীর দেখা নেই, নিজেরাই গাছ কাটানোর ব্যবস্থা করেছেন তাঁরা’‌। অন্যদিকে তাঁর ছেলে ঋতব্রতর গলায় রীতিমতো ক্ষোভ। তিনি বলেন, '‌বিক্ষোভ–প্রতিবাদ করেও কোনও ফল হচ্ছে না। পুলিশও নিশ্চিত করে কিছু জানাতে পারছে না। মানুষজনের রাগ হচ্ছে কিন্তু কিছু তাঁরা করতেও পারছে না।’‌

আম্ফান নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করেননি প্রশাসক, ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দলের বিধায়করাইআম্ফান নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করেননি প্রশাসক, ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দলের বিধায়করাই

English summary
Kolkata was almost devastated by Cyclone Amphan last week. Most areas of the city still have no electricity connection, no water,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X