For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তর্বাসের দৃশ্য নয় : ক্যাটরিনার সিনেমায় কাঁচি চালাল 'সংস্কারি' সেন্সর বোর্ড, টুইটারে হট্টগোল

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দয়া করে অন্তর্বাসের দৃশ্য ছবিতে রাখবেন না। এবার নয়া নির্দেশ নিয়ে হাজির সংস্কারি সেন্সর বোর্ড। ক্যাটরিনা কাইফের নতুন ছবি 'বার বার দেখো'-কে U/A সার্টিফিকেট দিল সেন্সরবোর্ড। দুটি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশও দেওয়া হল। প্রথমটিতে ব্রা দেখা গিয়েছে এবং দ্বিতীয় দৃশ্যে পর্নোগ্রাফিক কার্টুন চরিত্র সবিতা ভাবির প্রসঙ্গ টানা হয়েছে তাই। [(ছবি) বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]

বলিউড হাঙ্গামায় প্রকাশিত একটি খবর অনুযায়ী, বার বার দেখো ছবির এক সদস্য সেন্সর বোর্ডের এই সংস্কারি অবতারে যারপর নাই ক্ষিপ্ত হয়েছেন। তাঁর কথায়, "আমরা কি রানি ভিক্টোরিয়ার জমানায় বাস করছি যেখানে অন্তর্বাসকে জনসমক্ষে আনা যাবে না?" [(ছবি) মুক্তির আগেই বিতর্ক তৈরি করেছে এই বলিউড সিনেমাগুলি]

অন্তর্বাসের দৃশ্য নয় : ক্যাটরিনার সিনেমায় কাঁচি চালাল 'সংস্কারি' সেন্সর বোর্ড, টুইটারে হট্টগোল

ওই সদস্য আরও বলেন, "১৯৯৫ সালে কাজল ও শাহরুখ খানের সিনেমার একটি দৃশ্যে ব্রায়ের স্ট্র্যাপ দেখা গিয়েছে। বার বার দেখো ছবিটির পরিচালক একজন মহিলা। ব্রায়ের স্ট্র্যাপ দেখিয়ে দর্শককে যৌন সুড়সুড়ি দেওয়ার যুক্তিও এখানে খানে না।" [দীপিকার 'ভার্জিন' হওয়া নিয়ে আর সমস্যা নেই সেন্সর বোর্ডের]

এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা। এই প্রথমবার তো নয়। এর আগে গত জুন মাসে উড়তা পাঞ্জাব ছবিতে ৮৯টি কাটছাঁট করে চলচ্চিত্রপ্রেমীদের রোষের মুখে পড়েছিল সেন্সর বোর্ড। ড্রাগসের রমরমা দেখানোয় ছবি থেকে পাঞ্জাব শব্দটিই তুলে দিতে বলা হয়েছিল। গত বছর জেমস বন্ডের ছবি স্পেকটার থেকে চুমুর দৃশ্য পর্যন্ত ছেঁটে ফেলা হয়েছিল। [হিন্দুত্বের 'অপমান' হয়েছে, কেরলের LGBT সিনেমাকে সার্টিফিকেট দিল না সেন্সর বোর্ড]

প্রত্যেকবারের মতো এবারও সেন্সর বোর্ডের সংস্কারি অবতার নিয়ে হই হট্টগোল শুরু হয়ে গিয়েছে টুইটারে। বোর্ডের প্রতি কটাক্ষ, ক্ষোভ, রাগ, বিরক্ত সব মিলে মিশে একাকার টুইটার প্রতিক্রিয়ায়।

English summary
No Bra Scenes, Please: Katrina's Film Censored; Grow Up, Says Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X