
'তুমি কোনও শক্তি দ্বারা পরাজিত হয়ো না', নুসরতের সন্তান তাঁর নয় দাবি করেও কেন একথা লিখলেন নিখিল?
নুসরতের সঙ্গে বিয়ে অস্বীকার না করলেও, অভিনেত্রী গর্ভে তাঁর সন্তান নেই সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নিখিল জৈন। তিনি বলেছিলেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। তারপরেই নুসরত যখন হাসপাতালে ভর্তি তখন সোশ্যাল মিডিয়ায় নিখিল লিখেছেন, তুমি কোনও শক্তি দ্বারা পরাজিত হয়ো না। নিজের উদ্ধারকর্তা নিজেই হও। নিখিলের এই পোস্ট ঘিরে টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। নুসরতকে ইঙ্গিত করে কেন একথা লিখেছেন তিনি তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন অনেকেই।


গতকাল থেকেই নুসরত মা হতে চলেছেন এমন গুঞ্জনে টলিপাড়া রমরম করছিল। যশের সঙ্গে হাসপাতালে চেক আপে যাওয়া থেকে শুরু করে। যশের হাত ধরে হাসপাতালে ভর্তি হওয়া সবটা নিয়েই কৌতুহলের শেষ ছিল না। সকালেই পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশও। হাসপাতালে যশকে সঙ্গে রাখার বিশেষ অনুমতি নিয়ে রেখেছিলেন নুসরত। তারপরেই দুপুর ১২টা নাগাদ শুরু হয় তার সি সেকশন। তারপরেই আসে সুখবর। ফুটফুটো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। যশ নিজেই বাইরে এসে জানান নবজাতক এবং মা দুজনেই ভাল আছেন। তারপরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে সোশ্যাল মিিডয়ায়
সবচেয়ে আশ্চর্যের বিষয় নিখিল জৈন নিজে নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন আর হয়তো কখনও নুসরতকে তিনি ফোন করবেন না। তবে তিনি চান মা এবং সন্তান দুজনেই ভাল থাকুন। নিখিলের পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিজিয়ায়। গত ১০ মাস ধরে নিখিল-নুসরত-যশ এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে প্রবল টানাপোড়েন চলেছে। নুসরতের গর্ভের সন্তান তাঁর নয় বলে প্রকাশ্যেই দাবি করেছিলেন নিখিল। তারপরেই আবার নুসরত হাসপাতালে ভর্তি হওয়ার পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নিখিল। পোস্টে তিনি লেখেন, 'তুমি কোনও শক্তি দ্বারা পরাজিত হয়ো না। নিজের উদ্ধারকর্তা নিজেই হও।'
হঠাৎ করে একথা কেন িলখলেন নিখিল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত ১০ মাসে নিখিল জৈনের সঙ্গে সব সম্পর্ক অস্বীকার করে বেরিয়ে এসেছিলেন নুসরত জাহান। নিখিলের সঙ্গে বিয়ে নয় লিভ ইন সম্পর্কে ছিলেন বলে দাবি করেন নুসরত। তারপর থেকে অভিনেতা যশের কাছেই তিনি ছিলেন বলে শোনা যাচ্ছিল। তাঁর সন্তানের পিতা কে এই নিয়ে কিন্তু একটি শব্দও খরচ করেননি নুসরত। মুখে কুলপ এঁটে ছিলেন তিনি। ইতিমধ্যেই আবার নিখিলের নাম জড়িয়েছিল এক অভিনেত্রীর সঙ্গে। গত ১০ মাসে কিন্তু বারবার নিখিলের নামের জঙ্গে জড়িয়ে পড়েছে নুসরতের নাম। কিন্তু অভিনেত্রী নুসরত নিখিলের সঙ্গে সবরকম সম্পর্কের কথা অস্বীকার করেছেন।