
নুসরত জাহানকে শুভেচ্ছা নিখিলের, উচ্ছসিত মিমি টুইটে শুভেচ্ছা জানালেন নতুন মাকে
দীর্ঘ জল্পনা–কল্পনা, সমালোচনা, সম্পর্কের টানাপোড়েন সহ সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। এদিন দুপুর ১টার সময় পার্কস্ট্রীটের একটি বেসরকারি হাসপাতালে সি–সেকশনের মাধ্যমে নুসরত পুত্র সন্তানের জন্ম দেন। পাশে ছিলেন নুসরতের মা ও তাঁর এই সফরের সঙ্গী যশ দাশগুপ্ত।


শুভেচ্ছা নিখিলের
নুসরতের মা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন নিখিল জৈন। নিখিল শুভেচ্ছা জানান নুসরতকে। তিনি বলেছেন, 'আমাদের মধ্যেকার দুরত্ব আমার শুভেচ্ছা জানানোর পথে কখনই অন্তরায় নয়। নুসরতকে ও তাঁর সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। নবজাতক সুস্থ থাকুক, তাঁর আগামী দিন উজ্জ্বল হোক।'

নিখিল–নুসরত সম্পর্ক
প্রসঙ্গত, ২০১৯ সালে তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং করে বিয়ে করেন নুসরত জাহান ও নিখিল জৈন। বিয়ের এক বছরের মাথায় নিখিল ও নুসরতের মধ্যে দুরত্বের সৃষ্টি হয় এবং যশের সঙ্গে নুসরতের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। জল এতদূর গড়ায় যে নুসরত আইনি বিবৃতি জারি করে জানান যে তাঁর ও নিখিল জৈনের বিয়ে অবৈধ। আইনি মতে বিয়ে হয়নি তাঁদের। এরই মাঝে নিখিলের মামলা করেন অভিনেত্রী বিরুদ্ধে। সেই মামলা চলাকালীন সময়েই গর্ভবতী হন নুসরত। তবে নিখিল স্পষ্ট জানিয়ে দেন যে নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। অভিনেত্রী তথা সাংসদের গর্ভের সন্তানের বাবা কে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হলেও নুসরত বা যশ এ সম্পর্কে মুখ খোলেননি। বরং পুরো প্রেগন্যান্সি পিরিয়ডেই নুসরতের পাশে ছিলেন তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার ওটিতেও নুসরতকে সঙ্গ দিলেন তিনি।

বোনুয়াকে শুভেচ্ছা মিমির
নুসরতের এই বিশেষ সময়ে কাছে থাকতে পারেননি তাঁর 'বোনুয়া' মিমি চক্রবর্তী। কিন্তু মা হওয়ার খবর শুনেই নিজের উচ্ছাস চেপে রাখতে পারেননি। নুসরতকে নেট মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছে সাংসদ তারকা মিমি চক্রবর্তী। নুসরতের মা হওয়ার সফরে তাঁর পাশে সেভাবে থাকতে পারেননি এই নিয়ে টলি পাড়ায় নানা গুঞ্জন শোনা গেলেও তাতে পাত্তা দেননি মমিমি বা নুসরত কেউই। এদিন মিমি তাঁর টুইটে লেখেন, 'শুভেচ্ছা নুসরত। ইচ্ছে করছে সামনে গিয়ে জড়িয়ে ধরি তোমায়। প্রচুর ভালবাসা এবং আলিঙ্গন পাঠালাম।' ইনস্টাগ্রামে পোস্টেও নুসরতের সঙ্গে তাঁর ছবি দিয়ে মিমি অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে নুসরত একজন দারুণ মা হবেন। প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরতের যত্ন দূর থেকেই রেখেছিলেন মিমি। নিয়মিত খবরাখবর রাখা থেকে শুরু করে রান্না করে খাবার পাঠানো, সব দিক থেকে নুসরতের পাশে দাঁড়িয়েছেন মিমি।

শ্রাবন্তীর শুভেচ্ছা বার্তা
অন্যদিকে নুসরত জাহানের পুত্রসন্তান হওয়াতে মালদ্বীপ থেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর ভালো বন্ধু শ্রাবন্তী। অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরতের সঙ্গে তাঁর ও তনুশ্রীর একটি ছবি পোস্ট করেন ইনস্টা স্টোরিতে এবং নুসরতকে অভিনন্দন জানান। নুসরতের পরনে ছিল লাল রঙের টি-শার্ট এবং বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। প্রসঙ্গত, নুসরতের মাতৃত্বকালীন সময়ের একটি ছবিও বেশ কিছুমাস আগে ভাইরাল হয়, যেখানে নুসরতের পাশে শ্রাবন্তী ও তনুশ্রীকে দেখা গিয়েছে।

তনুশ্রীর শুভেচ্ছা
শ্রাবন্তীর পাশাপাশি তনুশ্রীও একই দিনের একটি ছবি পোস্ট করে নুসরতকে অভিনন্দন জানিয়েছেন। এটা বোঝাই যাচ্ছে যে নুসরতের এই সময় শ্রাবন্তী ও তনুশ্রী পাশে ছিলেন।