For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেঁচে থাকার গান'-এর পর এবার 'হারিয়ে যাওয়ার গান' শোনালেন সৃজিত-অনুপম! দেখুন 'উমা'-র ভিডিও

রূপমের কণ্ঠে 'যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা...' গানটি বাঙালির কাছে ' বেঁচে থাকার গান' হয়ে রয়েছে। শিকড় ছেড়ে না বেরিয়ে আসার গল্প বলেছিল সেই গানটি।

Google Oneindia Bengali News

রূপমের কণ্ঠে 'যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা...' গানটি বাঙালির কাছে ' বেঁচে থাকার গান' হয়ে রয়েছে। শিকড় ছেড়ে না বেরিয়ে আসার গল্প বলেছিল সেই গানটি। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি 'অটোগ্রাফ'-এর এই গানটি আজও বাঙালির একটা প্রজন্মের কাছে বড় আকর্ষণ। এবার সৃজিত শোনালেন নতুন এক গান!.. এবার 'হারিয়ে যাওয়ার গান'।

বেঁচে থাকার গান-এর পর হারিয়ে যাওয়ার গান শোনালেন সৃজিত-অনুপম! দেখুন উমা-র ভিডিও

[আরও পড়ুন:'স্মৃতি ইরানি পুরস্কারটি দিলেও একই রকম খুশি হতাম', জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন বনি][আরও পড়ুন:'স্মৃতি ইরানি পুরস্কারটি দিলেও একই রকম খুশি হতাম', জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন বনি]

মুক্তি পেল সৃজিত পরিচালিত 'উমা' ছবির নতুন গান 'হারিয়ে যাওয়ার গান'।এবারেও গানের সঙ্গীত পারিচালনা অনুপম রায়ের। আর এই 'হারিয়ে যাওয়ার গান' টি গেয়েছেনও অনুপম। জীবনকে ছাপিয়ে গিয়ে নিজের মধ্যে নয়, কোনও এক ভালোবাসার মানুষের মধ্যে হারিয়ে যাওয়ার গল্প বলেছে এই গান। গানটির হাত ধরে দুটি ভিন্ন শহরের ভিন্ন দু'জন মানুষের আলাদা গল্প বলার চেষ্টা করা হয়েছে। এক মন ছুঁয়ে যাওয়া এক সত্যি ঘটনা অবলম্বে তৈরি ছবি 'উমা'। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি এখনই পেয়ে গিয়েছে আন্তর্জাতিক বহু স্বীকৃতি। এবার পালা 'উমা'র বোধনের! দেশে এই ছবি কবে মুক্তি পাচ্ছে , সেই কৌতূহল অনেকদিন ধরেই ছিল দর্শকদের। এবার সামনে এসেছে ছবি মুক্তির দিন।

ছবির ট্রেলার আগেই মুক্তি পেয়েছে। আর তা মুক্তি পেতেই জানান দিয়েছে ,বাঙালিকে আবারও অকাল বোধনে ছুঁয়ে যেতে চলেছেন সৃজিত। এছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে। উমা (সারা সেনগুপ্ত) ক্যানসারে আক্রান্ত, অস্ট্রিয়া নিবাসী সারার ইচ্ছা সে দূর্গাপুজো দেখবে। আর সেজন্য তাকে তার বাবা রুদ্র (যীশু সেনগুপ্ত) নিয়ে আসেন কলকাতায়। মেয়ের ইচ্ছাপূরণে অনুষ্ঠিত হয় নকল দুর্গাপুজো। জানা গিয়েছে, ২০১৫ সালের এক সত্যি ঘটনাকে অবল্মবন কের তৈরি হয় এই ছবি।

[আরও পড়ুন: হনসল মেহতা আবিষ্কার করলেন এক নতুন 'রাজকুমার'-কে! কীভাবে 'ওমের্তা' বলল কুখ্যাত জঙ্গির কাহিনি][আরও পড়ুন: হনসল মেহতা আবিষ্কার করলেন এক নতুন 'রাজকুমার'-কে! কীভাবে 'ওমের্তা' বলল কুখ্যাত জঙ্গির কাহিনি]

English summary
New Song From Bengali Film Uma, Starring Jishu sengupta and his daughter Sara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X